Apan Desh | আপন দেশ

স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর দুধ দিয়ে গোসল

নিজস্ব প্রতিবেদক 

প্রকাশিত: ২০:২৯, ২২ ডিসেম্বর ২০২৫

স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর দুধ দিয়ে গোসল

ছবি: আপন দেশ

স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর দুধ দিয়ে গোসল করেছেন গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার এক যুবক। 

শনিবার (২১ ডিসেম্বর) উপজেলার সাজাইল ইউনিয়নের বাট্টাইধোবা গ্রামের এ ঘটনা ঘটনা ঘটে। এ নিয়ে ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। 

স্থানীয়রা বলেন, ২০১৮ সালে হাসান শরীফের ছেলে রিয়াদ শরীফের (৩০)  এবং উপজেলার মাজড়া গ্রামের মফিজুর শেখের মেয়ে মৌ খাতুন ভালবেসে বিয়ে করেন। তাদের এক কন্যাসন্তান রয়েছে। কলহের কারণে এক সপ্তাহ আগে স্ত্রী মৌ স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি চলে যায়। শনিবার (২০ ডিসেম্বর) উভয় পরিবারের সম্মতিতে স্থানীয় কাজীর মাধ্যমে দুজনের বিবাহবিচ্ছেদ সম্পন্ন হয়। 

আরও পড়ুন<<>>জামায়াতে ইসলামী হিন্দু শাখার ৯ নেতাকর্মীর পদত্যাগ

রিয়াদ শরীফ বলেন, বিয়ের পর কিছু দিন আমাদের সংসার ভালোই চলছিল। কিন্তু এরপর থেকে আমার স্ত্রীর চলাফেরা ছিল বেপরোয়া। আমার পরিবারের সবার সঙ্গে খারাপ ব্যবহার করত। এক সপ্তাহ আগে সে বাবার বাড়িতে চলে যায়। পরে খোঁজ নিয়ে জানতে পারি অন্য কোথাও চলে গেছে। তার এমন কার্যকলাপ আমি কোনোভাবেই মেনে নিতে পারিনি। তাই তালাক দেয়ার সিদ্ধান্ত নেই। তালাক দেয়ার পর দুধে ‌গোসল করি।

সাজাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহাবুবুল আলম সেলিম বলেন, বিষয়টি আমার জানা ছিল না। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও দেখেছি। পরে খোঁজ নিয়ে জানতে পারি, উভয় পরিবারের সম্মতিতে বিবাহবিচ্ছেদ ঘটেছে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়