ছবি: সংগৃহীত
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় আব্দুল মান্নান (৪০) নামে শ্রমিকদলের এক নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) উপজেলার সরফভাটা ইউনিয়নে রাত ১০টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত মান্নান সরফভাটা ইউনিয়ন শ্রমিকদলের সহ-সভাপতি ও সৌদি প্রবাসী ছিলেন। তার বাড়ি পশ্চিম সরফভাটার হলেও থাকতেন চন্দ্রঘোনার একটি ভাড়া বাসায়।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে ক্ষেত্রবাজার এলাকা থেকে মোটরসাইকেলে করে শিলক গ্রামের দিকে যাচ্ছিলেন মান্নান। পথে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছুড়লে ঘটনাস্থলেই মান্নানের মৃত্যু হয়। খবর পেয়ে দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
পুলিশ জানায়, মান্নানের শরীরে চারটি গুলির আঘাত পাওয়া গেছে। তবে কে বা কারা এ হত্যাকান্ড ঘটিয়েছে, তা জানা যায়নি। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আপন দেশ/এবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































