Apan Desh | আপন দেশ

গভীর রাতে বাসে আগুন, চালক পুড়ে ছাই

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশিত: ১১:১৯, ১১ নভেম্বর ২০২৫

আপডেট: ১৩:৩৩, ১১ নভেম্বর ২০২৫

গভীর রাতে বাসে আগুন, চালক পুড়ে ছাই

ছবি সংগৃহীত

গভীর রাতে ময়মনসিংহে একটি বাসে অগ্নিসংযোগের ঘটনায় জুলহাস (৪০) নামের এক চালক দগ্ধ হয়ে মারা গেছেন। সোমবার (১০ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে জেলার ফুলবাড়িয়া উপজেলার ভালুকজান এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত জুলহাসের বাড়ি একই এলাকায় বলে জানা গেছে। তবে তার বিস্তারিত পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি। ফুলবাড়িয়া থানার ওসি রোকুনুজ্জামান গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা আলম এশিয়া পরিবহনের একটি বাস ভালুকজান পেট্রোল পাম্পের অদূরে পার্কিং করা ছিল। গভীর রাত হওয়ায় চালকসহ গাড়িতে থাকা মা ও ছেলে ভোর হওয়ার অপেক্ষায় ছিলেন।

এ সময় হঠাৎ একদল দুর্বৃত্ত এসে বাসটিতে আগুন ধরিয়ে দেয়। বাসে থাকা মা ও ছেলে দ্রুত জানালা ভেঙে বেরিয়ে আসতে সক্ষম হলেও চালক জুলহাস আগুনে পুড়ে ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে ফুলবাড়িয়া থানা পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং মরদেহ উদ্ধার করে।

ওসি আরও জানান, ঘটনার পর থেকেই দুর্বৃত্তদের শনাক্ত ও গ্রেফতারের জন্য পুলিশ কাজ করছে।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়