Apan Desh | আপন দেশ

উলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ২০:০৭, ৩ অক্টোবর ২০২৫

আপডেট: ২০:০৮, ৩ অক্টোবর ২০২৫

উলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা

ছবি: আপন দেশ

সাতক্ষীরায় জাতীয়তাবাদী উলামা দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা হয়েছে। শুক্রবার (০৩ অক্টোবর) বিকেলে জেলা শাখার উদ্যোগে শহরের কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি ভবনের দ্বিতীয় তলায় এ সভার আয়োজন করা হয়।

এতে সভাপতিত্ব করেন জেলা ওলামাদলে আহবায়ক হাফেজ মাওলানা আনিসুর রহমান আজাদী।

সংগঠনের সদস্য সচিব হাফেজ মো. সাইফুল্লাহ আল-কাফি’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির আহবায়ক এইচ এম রহমাতুল্লাহ পালাশ।

আরওপড়ুন<<>>ভাইকে পিটিয়ে বহিষ্কৃত হলেন যুবদল নেতা

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির প্রধান সমন্বয়ক ও সাবেক যুগ্ন আহববায়ক হাবিবুর রহমান হবি, উলামা দল খুলনা জেলা শাখার সদস্য সচিব আলহাজ হাফেজ মো. আবু মুসা, জেলা যুব দলের সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান বাবু, সাতক্ষীরা জেলা জাসাস আহবায়ক (ভারপ্রাপ্ত) শেখ জিল্লুর রহমান, সদস্য সচিব মো. ফারুক হোসেন।

এ সময় সাতক্ষীরা জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত ওলামা দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা সংগ্রামে উলামা দলের ভূমিকা তুলে ধরেন।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়