
ছবি সংগৃহীত
নিজের ভাইকে পিটিয়ে বহিষ্কৃত হলেন যুবদল নেতা খোরশেদ আলম । দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকায় তাকে বহিষ্কার করা হয়েছে। তিনি মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক।
দলীয় সূত্র জানিয়েছে, খোরশেদ আলমকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে।
গত বুধবার (০১ অক্টোবর) মৌলভীবাজার জেলা যুবদলের দফতর সম্পাদক হাবিবুল বাশার হাবিব স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
মৌলভীবাজার জেলা যুবদলের সাধারণ সম্পাদক এম এ মোহিত বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, খোরশেদ আলমের বিরুদ্ধে এন্তার অভিযোগ রয়েছে। নিজের ভাইয়ের পরিবারের সদস্যদেরও মারধরের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সাংগঠনিক বিধি অনুসারে তাকে বহিষ্কার করা হয়েছে।
আপন দেশ/এবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।