Apan Desh | আপন দেশ

‘দুর্গোৎসব শুধু হিন্দু সম্প্রদায়ের নয়, এটি সার্বজনীন উৎসব’

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ১৯:০৮, ২৯ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ১৯:১০, ২৯ সেপ্টেম্বর ২০২৫

‘দুর্গোৎসব শুধু হিন্দু সম্প্রদায়ের নয়, এটি সার্বজনীন উৎসব’

ছবি: আপন দেশ

দুর্গোৎসব আমাদের হাজার বছরের ঐতিহ্যের অংশ। এ উৎসব শুধু হিন্দু সম্প্রদায়ের নয়, এটি সার্বজনীন উৎসব। বলেছেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব।

তিনি বলেন, এখানে আনন্দ, সৌহার্দ্য আর ভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে পড়ে। ধর্ম যার যার, উৎসব সবার- এ মন্ত্রে আমরা বিশ্বাসী। আমরা চাই, প্রত্যেক নাগরিক নিরাপদে ও আনন্দঘন পরিবেশে তার ধর্মীয় অনুষ্ঠান পালন করুক।

সোমবার (২৯ সেপ্টেম্বর) দিনব্যাপী সাতক্ষীরার তালা উপজেলার বিভিন্ন ইউনিয়নের পূজামন্ডপ পরিদর্শন ও মতবিনিময়কালে এসব কথা বলেন এ বিএনপি নেতা। এ সময়  প্রতিটি মন্ডপে গিয়ে ভক্ত-অনুরাগীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজা উদযাপনের সার্বিক খোঁজখবর নেন তিনি।

আরওপড়ুন<<>>অসচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য হচ্ছে বীরনিবাস

হাবিবুল ইসলাম হাবিব আরও বলেন, বিএনপি হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানসহ সব ধর্মের মানুষের পাশে ছিল এবং থাকবে। আমরা বিশ্বাস করি, ঐক্য ও সম্প্রীতি ছাড়া উন্নত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব নয়। তাই আসুন, সবাই মিলেমিশে শান্তিপূর্ণ সমাজ গড়ি।

এ সময় আরও উপস্থিত ছিলেন- উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃণাল কান্তি রায়, সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, সাবেক যুগ্ম সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেন, জালালপুর ইউপি চেয়ারম্যান এম. মফিদুল হক লিটু, সাবেক চেয়ারম্যান এস.এম লিয়াকত হোসেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নারায়ণ মজুমদার, খলিশখালী ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ নুর আহম্মাদ, সাধারণ সম্পাদক শেখ আব্দুল হান্নান, বিএনপি নেতা হাছিবুর রহমান, যুবদল নেতা মেহেদী হাসানসহ দলীয় নেতাকর্মীরা।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়