
ফাইল ছবি
গাজীপুরের টঙ্গীর সাহারা মার্কেটে সেমি পাকা টিনশেড কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস জানায়, বিকেল ৩টা ২৯ মিনিট, ঘটনাস্থলে পৌঁছায় ৩টা ৪৫ মিনিটে, খবর পাওয়ার পরপরই টঙ্গী, গাজীপুর ও আশপাশের স্টেশন থেকে মোট ৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ঘন ধোঁয়া এবং দাহ্য পদার্থ থাকার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
অগ্নিকাণ্ডে চারজন ফায়ার ফাইটার গুরুতর আহত হয়েছেন। এরা হচ্ছেন- মোঃ শামীম, মোঃ নুরুল হুদা, মো: জয় হাসান ও জান্নাতুল নাঈম (অফিসার)। তাদের জাতীয় বার্ন ইন্সটিটিউটে ভর্তি করা হয়েছে।
আপনদেশ/এবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।