
ছবি : আপন দেশ
মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ১৮ জন বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করেছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে গাংনী উপজেলার কাজীপুর সীমান্তের ১৪৭নং মেইন পিলারের কাছে বিএসএফ সদস্যরা ওই ১৮ জনকে বিজিবি, পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের হাতে তুলে দেয়।
এ সময় বাংলাদেশের পক্ষে আরও উপস্থিত ছিলেন, গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাবিদ হোসেন এবং ভবানিপুর ক্যাম্পের এসআই মো. আব্দুল করিম।
ফেরতকৃত ব্যক্তিরা হলেন, পটুয়াখালীর পুকুরজান গ্রামের মৃত আব্দুল কাদির হাওলাদারের ছেলে মেহেদী (২৫), চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার ঘুঘরাঘাট গ্রামের নুর ইসলামের মেয়ে নূর জাহান (৩২), নড়াইলের কালিয়া থানার বারানাইল গ্রামের ইশারাত শেখের ছেলে ফরিদ শেখ ফারিদ শেখ (২৭), ঝিনাইদহের মহেশপুর থানার ডাকাতিয়া গ্রামের জুলহাস মন্ডলের ছেলে জিসান মন্ডল (১৯), একই থানার লাহিঘাটা গ্রামের হাদিস ইসলামের ছেলে সাইদুল ইসলাম (২৮), রাজশাহীর পাবদাগারী থানার মহব্বতপুর গ্রামের আতাউর রহমানের ছেলে আব্দুল কুদ্দুস (২৬), যশোরের মূলগ্রামের আমিনুদ্দিন খায়ের ছেলে আহমেদ আলী (৩৭), মৌলভীবাজারের রাইশিরে গ্রামের মৃত পুতুল দেব ছেলে লিটন দেব (৩৪), একই জেলার খাসবাগান গ্রামের মৃত কৃষ্ণপদ বিশ্বাসের ছেলে মিলন কুমার বিশ্বাস (২৫), মাদারীপুরের ছোটদুর থানার মৃত আব্দুল সাত্তার বেপারীর ছেলে খোকন বেপারী (৪১), একই থানার মিরালান্ডি গ্রামের মৃত গিয়াসউদ্দিন ফকিরের ছেলে মহিউদ্দিন ফকির (২৭), সাতক্ষীরার কালীগঞ্জ থানার শিয়ারা গ্রামের আশান ঢালীর মেয়ে মাজিদা ঢালী (৩৭), একই জেলার তালা থানার গঙ্গারামপুর গ্রামের রবিন/রহিম ঘোষের ছেলে মিঠুন ঘোষ (৩২), ভবানীপুর থানার শাটানি গ্রামের মৃত মাহিদুল ইসলামের ছেলে স্বামীম হোসেন (২৮), শিকারী গ্রামের মৃত আজার আলী গাইনের ছেলে খালিদা সারদার (৪৩), চট্টগ্রামের রাউজান থানার পুর্ব গুজরা গ্রামের মৃত কৈল মজুমদারের ছেলে শুভ মজুমদার (২৫), মিরপুর গাবতলীর মৃত নারায়ণ চন্দ্র রাজবংশীর ছেলে সাধিন রাজবংশী (৫০), এবং কুষ্টিয়ার ভাটাপাড়া গ্রামের আলতাব শেখের স্ত্রী নাসিমা শেখ (৪১)।
আরও পড়ুন<<>>শনিবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
এর আগে কাজীপুর সীমান্তে বাংলাদেশ অভ্যন্তরে ‘কবর’ নামক স্থানে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কুষ্টিয়া ৪৭ ব্যাটালিয়নের কাজীপুর বিওপি কোম্পানি কমান্ডার, সুবেদার মো. শাহাবুদ্দিনসহ আটজন বিজিবি সদস্য এবং বিএসএফের গান্ধীনা ক্যাম্পে কর্মরত এসি সুনীল কুমারসহ ১১ বিএসএফ ব্যাটালিয়নের আটজন বিএসএফ সদস্যদের সঙ্গে বাংলাদেশের অভ্যন্তরে পতাকা বৈঠক শেষে নারীসহ ১৮ জনকে বাংলাদেশের অভ্যন্তরে নিয়ে আসা হয়।
কাজীপুর বিওপি কোম্পানি কমান্ডার সুবেদার মো. শাহাবুদ্দিন জানান, পুশ ইন হওয়া ব্যক্তিরা বিভিন্ন সময়ে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করলে ভারতীয় প্রশাসন তাদের আটক করে এবং বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে বাংলাদেশে ফেরত পাঠান। ফেরতপ্রাপ্ত নাগরিকদেরকে প্রাথমিক প্রক্রিয়া শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মেহেরপুর জেলার গাংনী থানা পুলিশের হেফাজতে সোপর্দ করা হয়েছে।
গাংনী থানার ওসি বানী ইসরাইল বলেন, ভারত থেকে নারীসহ ১৮ জন বাংলাদেশি নাগরিককে পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশে পাঠানো হয়েছে। তাদের গাংনী থানা পুলিশ হেফাজতে রাখা হয়েছে। নিজ নিজ পরিবারের সঙ্গে যোগাযোগ করে পরিবারের লোকজন এসে পৌঁছালে তদন্ত শেষে মুসলেকা নিয়ে তাদেরকে ছেড়ে দেয়া হবে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।