Apan Desh | আপন দেশ

‘পার্বত্য চট্টগ্রামের ভূমি ব্যবস্থাপনা ডিজিটাইলেজশন এখন সময়ের দাবি’

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৩৬, ১৩ সেপ্টেম্বর ২০২৫

‘পার্বত্য চট্টগ্রামের ভূমি ব্যবস্থাপনা ডিজিটাইলেজশন এখন সময়ের দাবি’

ছবি: আপন দেশ

পার্বত্য চট্টগ্রামের ভূমি ব্যবস্থাপনা ডিজিটাইলেজশন এখন সময়ের দাবি বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।

শনিবার (১৩সেপ্টেম্বর) দুপুরে রাঙামাটি জেলা প্রশাসনের কার্যালয়ে অনুষ্ঠিত ‘পার্বত্য জেলাসমূহের ভূমি ব্যবস্থাপনা ডিজিটাইলেশন সংক্রান্ত’ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

পার্বত্য উপদেষ্টা বলেন, পার্বত্য চট্টগ্রামের ভূমি ব্যবস্থাপনা ডিজিটাইলেশন করতে পারলে ভূমির মালিকানা নিয়ে আর জটিলতা থাকবে না। কোনো মানুষকে হয়রানির শিকার হতে হবে না। মানুষের জন্য ভূমি খুবুই গুরুত্বপূর্ণ। ভূমি সমস্যা নিরসন হলে দেশ থেকে অর্ধেক সমস্যা দূর হয়ে যাবে।

আরওপড়ুন<<>>পরিত্যক্ত ঘর থেকে ৪২৫ কচ্ছপ উদ্ধার

চট্টগ্রামের বিভাগীয় কমিশনার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ নূরুল্লাহ নূরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন,ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ.এস.এম সালেহ আহমেদ, উন্নয়ন অনুষদের অতিরিক্ত সচিব মো. এমদাদুল হক চৌধুরী।

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান অনুপ কুমার চাকমা, তিন পার্বত্য জেলার জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা প্রশাসকগণ, রাঙামাটি পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন বৈঠকে অংশ নেন।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়