Apan Desh | আপন দেশ

সাতক্ষীরায় ১১ বছরের শিশুকে হত্যা

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৪৮, ৫ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ১৮:৪৯, ৫ সেপ্টেম্বর ২০২৫

সাতক্ষীরায় ১১ বছরের শিশুকে হত্যা

প্রতীকী ছবি

সাতক্ষীরায় পারিবারিক বিরোধের জেরে মোরসালিন নামে ১১ বছরের শিশুকে পানিতে ডুবিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার (০৫ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১টার দিকে সদর উপজেলার কাশেমপুর গ্রামে এ ঘটনা ঘটে।

ক্ষুব্ধ জনতা ঘাতক মাহফুজুর রহমান শাওন ও তার মা নাজমা আক্তারকে আটক করে গণধোলাই দিয়ে একটি গাছের সঙ্গে বেঁধে রাখে। পুলিশ ঘাতক মফিজুর রহমান শাওন ও তার মাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এছাড়া উদ্ধার করেছে মোরসালিমের মরদেহ।

নিহত মোরসালিন ওই উপজেলার কাশেমপুর গ্রামের নির্মাণ শ্রমিক রাজু আহমেদের ছেলে। অপরদিকে, আটক মাহফুজুর রহমান শাওন একই গ্রামের আইনজীবী সহকারী আবু সাঈদের ছেলে।

আরওপড়ুন<<>>হাত-পায়ে ব্যান্ডেজ নিয়ে হাসপাতালে বিয়ে!

মোরসালিনের বাবা রাজু আহমেদ জানান, তার সঙ্গে প্রতিবেশী আবু সাঈদের দীর্ঘদিনের বিরোধ রয়েছে। তার ছেলে মোরসালিন গত বছর চতুর্থ শ্রেণিতে পড়াকালীন সময় স্কুলে যাওয়া বন্ধ করে দেয়। আ.লীগ নেতা  আবু সাঈদ বিভিন্ন সময়ে তাকেসহ গ্রামের বহু নিরীহ মানুষকে মিথ্যা মামলায় গ্রেফতার করে হয়রানি করেছে।

শুক্রবার দুপুরে শাওন ও মোরসালিন একইসঙ্গে গোসলের সময় কলার ভেলা চড়ছিল মাজেদের পুকুরে। দুপুর পৌনে একটার দিকে মোরসালিন বাড়ি যাওয়ার জন্য ভেলা থেকে নামতে যায়। এতে শাওন বাধা দেয়। একপর্যায়ে শাওন মোরসালিনকে পানিতে ডুবিয়ে হত্যা করে।

সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক শফিকুল ইসলাম জানান, শাওন একজন বুদ্ধি প্রতিবন্ধী। মাজেদের পুকুরে গেসল করার সময় ভেলা চড়ার একপর্যায়ে মোরসালিনকে শুক্রবার দুপুর পৌনে একটার দিকে পানিতে ডুবিয়ে হত্যা ফেলে।

ক্ষুব্ধ গ্রামবাসীর হাত থেকে শাওন ও তার মাকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। মোরসালিনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়