Apan Desh | আপন দেশ

হাত-পায়ে ব্যান্ডেজ নিয়ে হাসপাতালে বিয়ে!

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৮:১৬, ৫ সেপ্টেম্বর ২০২৫

হাত-পায়ে ব্যান্ডেজ নিয়ে হাসপাতালে বিয়ে!

ছবি: আপন দেশ

আগেই ঠিক ছিল লগ্ন। তবে বাইক দুঘটনায় গুরুত্বর আহত হয়ে হাত-পায়ে ব্যান্ডেজ বেঁধে শুয়ে ছিলেন হাসপাতালের বেডে। আর সেখানেই বিয়ের আসরে বসতে হলো এক হিন্দু যুগলকে।

মানিকগঞ্জের আফরোজা বেগম জেনারেল হাসপাতাল বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।

বর আনন্দ সাহা মানিগঞ্জ শহরের পূর্ব দাশরা এলাকার অরবিন্দ সাহার ছেলে। আর কনে অনিতা ঘিওর উপজেলার বানিয়াজুরি এলাকার সুবোধ সরকারের মেয়ে।

হাসপাতালের অপারেশন ম্যানেজার দিলীপ কুমার মণ্ডল জানান, প্রায় দেড় মাস আগে বাইক দুর্ঘটনায় আনন্দ সাহার হাত ও পায়ের কয়েক জায়গা ভেঙে যায়। পরে ঢাকার একটি হাসপাতালে তার অপারেশন হয়। আমাদের এখানে বেশ কিছু দিন হল তিনি ভর্তি রয়েছেন।

পরিবারের অনুরোধে এবং আগের চেয়ে রোগী সুস্থ থাকায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনুমতিতে হাসপাতালের গ্রাউন্ড ফ্লোরে তার বিয়ে হয়। রাত ১০ টার মধ্যে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হয় বলে জানান তিনি।

আরওপড়ুন<<>>স্বামীর মরদেহশ নিয়ে বাড়ি ফেরার পথে স্ত্রীর মৃত্যু

আনন্দ সাহার চাচাত ভাই অর্ণব সাহা বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় হাত-পায়ের কয়েক জায়গায় ভেঙে যাওয়ায় আনন্দকে হাসপাতালের বিছানায়ই থাকতে হচ্ছে। কিন্তু বৃহস্পতিবার তার বিয়ের লগ্ন ঠিক করা ছিল আগেই। সেটা মিস করা যেত না। আর তার শারীরিক অবস্থা আগের চাইতে অনেকটা স্বাভাবিকও রয়েছে। তাই চিকিৎসকদের পরামর্শ নিয়েই বিয়ের আয়োজন করা হয়।

আফরোজা বেগম জেনারেল হাসপাতালের ইউনিট হেড সিরাজুল ইসলাম বলেন, আনন্দ বাইক দুর্ঘটনায় দুই হাত ও এক পায়ে গুরুতর আঘাত পান। তার বিয়ের লগ্ন থাকায় তার পরিবার আমাদের বিষয়টি জানায়।

পরে আমরা গুরুত্ব সহকারে কনসালটেন্টদের সঙ্গে এ বিষয়ে আলোচনা করি। রোগীর শারীরিক অবস্থাও আগের তুলনায় স্থিতিশীল ছিল। তাই বিয়ের অনুষ্ঠান কেবিনে না করে হাসপাতালের অব্যবহৃত একটি অংশে করার অনুমতি দেয়া হয় বলে জানান তিনি।

আনন্দের বাবা অরবিন্দ সাহা বলেন, বিয়ের লগ্ন ধরতেই হাসপাতালে বিয়ের আয়োজন করা হয়। হাসপাতালে এমন আনন্দ হবে আমরা ভাবতেই পারিনি। অনেক আগে থেকেই বিয়ের দিন আর সময় ঠিক থাকায় তারিখ পরিবর্তন করিনি। নির্ধারিত তারিখেই বিয়ের আয়োজন সেরে নিয়েছি।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়