
ছবি: আপন দেশ
বিএনপি এখন আওয়ামী লীগের পথেই হাঁটছে। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে তারা নেই। এ মন্তব্য করেছেন ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ ফয়জুল করীম।
তিনি অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ একসময় আলেম-ওলামাদের বিরুদ্ধে যেসব স্লোগান দিত এখন বিএনপিও সে একই স্লোগান দিচ্ছে। বিএনপির গায়ে এখন অনেক ছাল। বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক জিয়ার মূল আদর্শ থেকে সরে গিয়ে তারা পরগাছার মতো বিভিন্ন ছালের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে।
ফয়জুল করীম বলেন, ৫ আগস্ট একটি ফ্যাসিবাদ দেশ থেকে বিতাড়িত হয়েছে। কিন্তু আমাদের যুদ্ধ এখনও শেষ হয়নি। আগামী সংসদ নির্বাচনে আমাদের যুদ্ধ হবে ব্যালটের মাধ্যমে। এ যুদ্ধ হবে নব্য ফ্যাসিবাদ, চাঁদাবাজ, ধর্ষক ও জালিমের বিরুদ্ধে।
আরও পড়ুন>>>‘ভোটে আইনশৃঙ্খলার চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত ইসি’
তিনি আরও বলেন, দেশের মানুষ এখন দুটি ভাগে বিভক্ত হয়ে গেছে—একভাগ ইসলামপন্থী ও আরেকভাগ সাধারণ মানুষ। সব ইসলামী দলের ভোটবাক্স একটাই হবে। এর মাধ্যমে আগামীতে বাংলাদেশ একটি ইসলামের বাংলাদেশে রূপান্তরিত হবে।
মুফতি ফয়জুল করীম অপপ্রচারের ব্যাখ্যা দিয়ে বলেন, বর্তমানে একটি দল হাদিয়া ও চাঁদা—এ দুটোকে এক করে দেখাচ্ছে। তারা এ দুটির পার্থক্য বোঝে না। চাঁদা মানুষের কাছ থেকে জোর করে নেয়া হয়। অন্যদিকে, হাদিয়া মানুষ খুশি হয়ে দেয়। চাঁদা না দিলে মানুষকে নির্মমভাবে হত্যার ঘটনাও ঘটেছে। কিন্তু হাদিয়া না দিলে কাউকে কোনো কষ্টদায়ক কথা বলা হয় না।
তিনি বলেন, পিআর পদ্ধতির বাইরে কোনো জাতীয় নির্বাচন এদেশের মানুষ মেনে নেবে না। দেশের ইসলামী শক্তিগুলো ঐক্যবদ্ধভাবে কাজ করছে। স্বাধীনতার পর থেকে আমরা সোনার বাংলা, ডিজিটাল বাংলা, স্মার্ট বাংলাসহ অনেক বাংলা দেখেছি। তবে আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।