Apan Desh | আপন দেশ

কোটি টাকা আত্মসাৎ করে পলাতক আ.লীগ নেতার বিচার দাবি

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৩০, ১৯ জুলাই ২০২৫

কোটি টাকা আত্মসাৎ করে পলাতক আ.লীগ নেতার বিচার দাবি

ছবি: আপন দেশ

টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের সভাপতি কুদরত এলাহীকে গ্রেফতারসহ বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ব্যবসায়ীরা।

শনিবার (১৯ জুলাই)  দুপুরে টাঙ্গাইল সমবায় সুপার মার্কেটের ব্যবসায়ীরা এ সংবাদ সম্মেলন করেন। এতে  লিখিত বক্তব্য পাঠ করেন টাঙ্গাইল সমবায় সুপার মার্কেট ব্যবসায়ী মালিক সমিতির আহবায়ক রাহেলা জাকির।

আরওপড়ুন<<>>যুবদল কর্মীদের চাঁদা দিয়েও রক্ষা পেলেন না ইউপি সদস্য

তিনি অভিযোগ করে বলেন, সারাদেশের মতো টাঙ্গাইল সমবায় ব্যাংকের সভাপতি পদ দখল করে কুদরত এলাহী কোটি কোটি টাকা আত্মসাৎ করে ব্যাংকটিকে ধ্বংস করে দিয়েছেন। একই সঙ্গে ব্যাংকের সমবায় সুপার মার্কেটের উন্নয়নের নাম করে মার্কেটটি ভেঙে গুড়িয়ে দেয়। সেখানে দশতলা মার্কেট নির্মাণের কথা বলে ব্যবসায়ীদের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন কুদরত নেন কুদরত এলাহী।

রাহেলা জাকির আরও বলেন, মার্কেটের দোকান হারিয়ে ব্যবসায়ীদের অনেকেই আজ পথে বসেছেন। ইতোমধ্যে অন্তত ৩০ জন দোকান মালিক মানবেতর জীবনযাপন করে মৃত্যু বরণ করেছেন। এসব অপকর্মের ঘটনায় দুর্নীতিবাজ কুদরত এলাহীর নামে জেলা দুর্নীতি দমন কমিশন (দুদক) কার্যালয়ে ৫টি অভিযোগ দেয়া হয়েছে।

আপন দেশ/এমএইচ 
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়