
উপি সদস্য আতাহার মাতুব্বর
বরিশালের গৌরনদী উপজেলার সাহেবের চর বাজারে চাঁদা দেয়ার পরও সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন এক ইউপি সদস্য। চাঁদার আড়াই লাখ টাকা পরিশোধ করেও শারীরিক নির্যাতনের হাত থেকে রক্ষা পাননি তিনি। এ অভিযোগ করেছেন সরিকল ইউনিয়ন পরিষদের সদস্য আতাহার মাতুব্বর।
শনিবার (১৯ জুলাই) সকালে সাহেবের চর বাজারের একটি দোকানে আটকে রেখে যুবদল কর্মীরা তাকে বেধড়ক মারধর করা হয় বলে দাবি করেন তিনি। আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
আতাহার মাতুব্বর অভিযোগ করে বলেন, গত কয়েক মাস ধরে যুবদল নেতা ওসমান হাওলাদার ও তার সহযোগীরা আমার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। প্রাণনাশের হুমকি পাওয়ায় জীবন বাঁচাতে আড়াই লাখ টাকা দিই। এরপরও তারা চাঁদার বাকি টাকা আদায়ে চাপ দিতে থাকে।
তিনি আরও জানান, শনিবার সকালে দোকানে বসে ছিলাম, তখন ওসমান আমাকে ডেকে নিয়ে পাশের একটি ভাতের হোটেলে নিয়ে যায়। সেখানে ওসমানসহ রাকিব রাঢ়ী, রাসেল হোসেন, টিপু রাঢ়ী, আবু বকর ও সাগর মিলে আমাকে মারধর করে রক্তাক্ত জখম করে।
তবে অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন অভিযুক্ত ওসমান হাওলাদার। তিনি বলেন, ইউপি সদস্যের সঙ্গে আমার কোনো বিরোধ নেই। কে বা কারা হামলা করেছে, আমি জানি না। আমাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।
ঘটনার বিষয়ে গৌরনদী মডেল থানার ওসি তরিকুল ইসলাম বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।