Apan Desh | আপন দেশ

শিশু ধর্ষণের অভিযোগে যুবকের যাবজ্জীবন

পাবনা প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৫৫, ২৪ মার্চ ২০২৫

আপডেট: ১৯:১০, ২৪ মার্চ ২০২৫

শিশু ধর্ষণের অভিযোগে যুবকের যাবজ্জীবন

ছবি: আপন দেশ

পাবনার ফরিদপুর উপজেলায় শিশুকে ধর্ষণের অভিযোগে নাজমুল হোসেন (২৯) নামে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে এক লাখ টাকা জরিমানা করা হয়।

সোমবার (২৪ মার্চ) দুপুরে পাবনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মিজানুর রহমান এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত নাজমুল হোসেন উপজেলা সদরের খলিশাদহ গ্রামের মৃত আব্দুল লতিফ ওরফে লেদুর ছেলে।

মামলার এজাহার সুত্রে জানা যায়,  ২০২২ সালের ২ এপ্রিল সকাল ৬টার দিকে উপজেলার বনওয়ারীনগর আলীম মাদরাসার ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রী প্রাইভেট পড়তে যাচ্ছিল। শিশুটি খলিশাদহ ওয়াবদা বাঁধের কাছে পৌঁছালে অজ্ঞাত এক ব্যক্তি শিশুটিকে জোরপূর্বক ধরে পার্শ্ববর্তী শরিফুল ইসলামের পরিত্যক্ত বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে।

আরওপড়ুন<<>>জোরপূর্বক কৃষকের পেঁয়াজ তুলে নিয়েছেন বিএনপি নেতা

এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে ওই দিন অজ্ঞাত ব্যক্তিকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা তথ্য প্রযুক্তির সাহায্যে নাজমুল হোসেনকে শনাক্ত করে ঘটনার চার দিন পর সিরাজগঞ্জ সদর থেকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে। আদালতের বিচারক স্বাক্ষ্য প্রমাণ শেষে সোমবার এ রায় ঘোষণা করেন।

সরকার পক্ষে মামলা পরিচালনা করেন পিপি অ্যাডভোকেট নাজমুল হাসান শাহীন। আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট আবুল কালাম আজাদ রেন্টু।

রায়ে সন্তুষ্টি প্রকাশ করে অ্যাডভোকেট নাজমুল হাসার শাহীন বলেন, এ রায়ের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। আমরা আদালতের এ আদেশে খুশি। তবে অসন্তুষ্টি প্রকাশ করেছেন আসামি পক্ষের আইনজীবী। তিনি বলেন, এ রায়ের মাধ্যমে আমার মোক্কেল ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছেন। আমরা উচ্চ আদালতে আপিল করবো। আশা করি, সেখানে আমার মোক্কেল ন্যায় বিচার পাবেন।

আপন দেশ/এমএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়