Apan Desh | আপন দেশ

শিশুকে বিষ খাওয়ালো মা-বাবা, অতঃপর...

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৩৩, ১৮ মে ২০২৪

শিশুকে বিষ খাওয়ালো মা-বাবা, অতঃপর...

ছবি: সংগৃহীত

জন্মগতভাবে শারীরিক প্রতিবন্ধী ফারিয়া আক্তার (২)। চলাফেরা করতে পারত না, বিধায় সারাক্ষণ বিছানায় শুয়ে থাকত। প্রায় তাকে অবহেলা করে ঘরের বাইরেও ফেলে রাখতো। ধৈর্যহারা হয়ে বিষ খাইয়ে হত্যা করেছে তার মা-বাবা। ঘটনাটি মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার রাজপাড়া গ্রামের।

শুক্রবার (১৭ মে) রাতে বাবা-মায়ের খাওয়ানো বিষে মারা যায় শিশু ফারিয়া। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাব-অ্যাসিস্ট্যান্ট মেডিকেল অফিসার আব্দুর রউফ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

ঘটনার পর থেকে পলাতক শিশুটির বাবা রাশেদ মিয়া ও মা শাপলা বেগম। রাশেদ ওই গ্রামের ফয়জল মিয়ার ছেলে। এ ঘটনায় মৃত শিশুর নানা ওয়াসিত মিয়া একটি মামলা করেছেন।

পুলিশ জানায়, ফারিয়া প্রতিবন্ধী হওয়ায় চলাফেরা করতে অপারগ ছিল। তাতে ধৈর্যহারা হয়ে পড়েন শিশুটির বাবা-মা। শুক্রবার বিকেলে ফারিয়ার মুখে বিষ ঢেলে দেয় ওই দম্পতি। পরে তারা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে মৌলভীবাজার সদর হাসপাতালে নেয়ার পথে মেয়েটি মারা যায়। মেয়ের মরদেহ বাড়িতে এনে দাফনের চেষ্টা করেন তারা।

আরও পড়ুন>> চেয়ারম্যান প্রার্থীর খিচুড়ি জব্দ, জরিমানা

কিন্তু ইতোমধ্যে বিষ খাওয়ানোর খবর এলাকায় ছড়িয়ে পড়ে। পুলিশ ঘটনাস্থলে গেলে ফারিয়ার মা-বাবা ও নানি পালিয়ে যান। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে।

শ্রীমঙ্গল থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম জানান, প্রাথমিকভাবে শিশুটিকে বিষ খাইয়ে হত্যার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। মৃতের বাবা-মাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়