স্রোতের মতো ঢাকার বুকে নেমে এসেছে ‘একখণ্ড ফিলিস্তিন’
গাজায় ইসরাইলি আগ্রাসনের শিকার ফিলিস্তিনিদের পক্ষে সংহতি জানিয়ে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে আসছেন সর্বস্তরের মানুষ। দেশের নানা প্রান্ত থেকে তারা জড়ো হচ্ছেন রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে। রোদে পুড়ে, ঘামে ভিজে, গলা ফাটিয়ে—শত শত মানুষ স্লোগান দিচ্ছেন ‘তুমি কে আমি কে, ফিলিস্তিন ফিলিস্তিন’। আবার চারপাশে শোভা পাচ্ছে লাল, সবুজ, সাদা ও কালো রঙের পতাকা। অনেকের হাতেই রয়েছে ‘ফিলিস্তিন মুক্ত করো’, ‘গাজা রক্তে রঞ্জিত, বিশ্ব কেন নীরব’। এ যেন রাজধানীর বুকে নেমে এসেছে একখণ্ড ফিলিস্তিন।
০২:৪১ পিএম, ১২ এপ্রিল ২০২৫ শনিবার