Apan Desh | আপন দেশ

মিছিল

সুপ্রিম কোর্ট এলাকায় মিছিল-সমাবেশ নিষিদ্ধ

সুপ্রিম কোর্ট এলাকায় মিছিল-সমাবেশ নিষিদ্ধ

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সুপ্রিম কোর্ট এলাকাজুড়ে সব ধরনের সভা-সমাবেশ, মিছিল, মানববন্ধন ও গণজমায়েত নিষিদ্ধ করেছে। মঙ্গলবার (০৯ ডিসেম্বর) জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে ডিএমপি। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স ১৯৭৬ (অর্ডিন্যান্স নং III/৭৬)–এর ২৯ ধারার ক্ষমতাবলে এ নির্দেশ জারি করা হয়েছে। ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান বিচারপতির সরকারি বাসভবন, বিচারপতি ভবন, জাজেস কমপ্লেক্স, বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান গেট, মাজার গেট, জামে মসজিদ গেট, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ ও ২ এর প্রবেশ গেট এবং বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের সামনে কোনো ধরনের সভা, সমাবেশ বা আন্দোলনমূলক কর্মসূচি করা যাবে না।

০৪:০৯ পিএম, ৯ ডিসেম্বর ২০২৫ মঙ্গলবার

ছয় দাবিতে মাইলস্টোনের শিক্ষার্থীদের বিক্ষোভ

ছয় দাবিতে মাইলস্টোনের শিক্ষার্থীদের বিক্ষোভ

৬ দফা দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার (২২ জুলাই) সকাল ১০টায় স্কুলের সামনে গোলচত্বরে থেকে শুরু হওয়া মিছিলে শত শত শিক্ষার্থী অংশগ্রহণ করে। সোমবার (২১ জুলাই) এ কলেজ ক্যাম্পসে বিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানি ও আহতের ঘটনায় শোকাহত শিক্ষার্থীরা শান্তিপূর্ণ কর্মসূচিতে অংশ নেন।  ‘বিচার চাই না, সন্তানের লাশ চাই’, ‘সঠিক লাশের হিসাব চাই’—এমন ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে শিক্ষার্থীরা গোলচত্বরে সড়কের ওপর বসে পড়েন। এসময় পুলিশ একাধিকবার তাদের সরে যেতে বললেও শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি চালিয়ে যান।

১১:৪৪ এএম, ২২ জুলাই ২০২৫ মঙ্গলবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement