Apan Desh | আপন দেশ

ইশরাক সিদ্দিকীর বিরুদ্ধে ঝাড়ু মিছিল

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৯:১৯, ২৭ আগস্ট ২০২৫

ইশরাক সিদ্দিকীর বিরুদ্ধে ঝাড়ু মিছিল

ছবি: আপন দেশ

গাজীপুরের কালিয়াকৈরে জেলা বিএনপির সদস্য সচিব ইশরাক সিদ্দিকীর বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছে এলাকাবাসী। গাজীপুর-১ আসনের সীমানা নিয়ে নির্বাচন কমিশনে বিরোধিতার কারণে এ মিছিল করেন তারা।

মঙ্গলবার (২৬ আগস্ট) নির্বাচন কমিশনে গাজীপুর-১ ও গাজীপুর-৬ আসনের সীমানা নির্ধারণ নিয়ে একটি শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে স্থানীয়রা দাবি জানায় যেন গাজীপুর-১ আসনটি শুধু কালিয়াকৈর উপজেলা ও পৌর এলাকা নিয়ে গঠিত হয়।

তবে সবাইকে অবাক করে দিয়ে কালিয়াকৈরেরই বাসিন্দা ইশরাক সিদ্দিকীর একজন আইনজীবী এর বিরোধিতা করেন। ইশরাক সিদ্দিকী নিজেও তখন সেখানে উপস্থিত ছিলেন। তার আইনজীবী বলেন, তারা শুধুমাত্র কালিয়াকৈর নিয়ে একটি স্বতন্ত্র সংসদীয় আসন চান না। এ ঘটনায় এলাকাবাসী ও নেতাকর্মীরা রীতিমতো ক্ষুব্ধ।

আরও পড়ুন>>>‘সরকারের ভেতরের মহল নির্বাচন বানচালে কাজ করছে’

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক মেয়র মজিবুর রহমান গাজীপুর-১ আসনটি শুধুমাত্র কালিয়াকৈর উপজেলা ও পৌর এলাকা নিয়ে গঠন করার দাবি জানান। মেয়র মজিবুর রহমানের আইনজীবী শুনানিতে বলেন, যেহেতু কাপাসিয়া, কালিগঞ্জ একটি উপজেলা নিয়ে একেকটি সংসদীয় আসন গঠিত। তিনি কালিয়াকৈরেও উপজেলা ও পৌর নিয়ে একটি আসনের সীমা নির্ধারণ চান।

মজিবুর রহমান বলেন, গাজীপুর সিটি কর্পোরেশনের ১২টি ওয়ার্ড গাজীপুর-১ আসনের অন্তর্ভুক্ত থাকলে এলাকাবাসীর নানা সমস্যা হবে। তাদের কাজকর্মসহ সব গাজীপুর শহর কেন্দ্রিক। শুনানিতে গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকারের আইনজীবীও এটি সমর্থন করেন। এছাড়া গাজীপুর সিটির সংশ্লিষ্ট বাসিন্দারাও চান তারা শহরের সঙ্গে সংযুক্ত থাকতে। তারা সংসদীয় আসন গাজীপুর-২ এর সঙ্গে কাশিমপুর ও কোনাবাড়ির অংশ ঢুকানোর দাবি জানান। 

ইশরাক সিদ্দিকীর বিরোধিতার প্রতিবাদে আজ কালিয়াকৈর উপজেলা ও পৌর এলাকায় তার বিরুদ্ধে ঝাড়ু মিছিল বের করা হয়। মিছিলে অংশ নেয়া মানুষ ইশরাক সিদ্দিকীর বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয় ও তাদের ক্ষোভ প্রকাশ করে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়