
ছবি: আপন দেশ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে রাবি শাখা ছাত্রদল। একই সঙ্গে এ ঘটনার জন্য ঢাবি উপাচার্য ও প্রক্টরের পদত্যাগের দাবি করেন তারা।
বুধবার (১৪ মে) বিকেল সাড়ে ৫টায় রাবি ছাত্রদলের দলীয় টেন্ট থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জোহা চত্বরে এসে শেষ হয়।
এ সময় ‘বিচার বিচার বিচার চাই, সাম্য হত্যার বিচার চাই’, ‘আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না’, ‘আমার ভাই মরলো কেন, প্রশাসন জবাব চাই’, ‘ছাত্রদলের অঙ্গীকার, নিরাপদ ক্যাম্পাস চাই’সহ বিভিন্ন স্লোগানে পুরো ক্যাম্পাস মুখরিত করেন ছাত্রদল নেতাকর্মীরা।
আরওপড়ুন<<>>হার্ভার্ডের ‘অ্যাসপায়ার লিডারস প্রোগ্রাম’ সম্মাননা পেলেন রাবির ৭ শিক্ষার্থী
প্রতিবাদ সমাবেশে রাবি ছাত্রদলের যুগ্ম আহবায়ক শাকিলুর রহমান সোহাগ বলেন, ঢাবি ক্যাম্পাসের ভেতরে ছাত্রদল নেতা ও মেধাবী শিক্ষার্থী সাম্যকে ছুরি দিয়ে নৃশংসভাবে হত্যা করেছে সন্ত্রাসীরা। আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল এ ঘটনার তীব্র নিন্দা জানাই। বিশ্ববিদ্যালয় এলাকায় এমন হত্যাকাণ্ডের দায় প্রশাসন কোনোভাবেই এড়াতে পারে না। আমরা মনে করি, বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্লিপ্ততায় এমন হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। অনতিবিলম্বে ঢাবি উপাচার্য ও প্রক্টরকে পদত্যাগ করতে হবে।
আরেক যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম শফিক বলেন, মঙ্গলবার (১৩ মে) রাতে ঢাবিতে ছাত্রদলের একনিষ্ঠ কর্মীকে নির্মমভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। শাহরিয়ার আলম সাম্য জুলাই অভ্যুত্থানের সম্মুখ যোদ্ধা ও বাংলাদেশপন্থী রাজনীতিবিদ ছিলেন। আমরা বলতে চাই, যারা দিল্লির দাসত্ব এবং পিন্ডির দাসত্ব করে তারা সাম্যের হত্যায় খুশি ও আত্মাহারা হয়েছে।
রাবি ছাত্রদলের যুগ্ম আহবায়ক মাহমুদুল মিঠু বলেন, আজকের এ মানববন্ধন থেকে বলতে চাই, গণঅভ্যুত্থান পরবর্তী এ দেশে কোনো সন্ত্রাসী সংগঠন থাকবে না। কোনো হত্যাকারীর ঠাই হবে না। আমরা ছাত্রদল সব সময় অন্যায়ের বিরুদ্ধে বর্জকণ্ঠে রাজপথে থাকি। আমার ভাই ঢাবি ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার খুনিদের অতিদ্রুত গ্রেফতারসহ বিচার করতে হবে। তা না হলে কঠোর আন্দোলন গড়ে তুলবো আমরা রাবি শাখা ছাত্রদল।
প্রসঙ্গত, মঙ্গলবার রাত ১২টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চের পাশে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্যার এ. এফ. রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদকশাহরিয়ার আলম সাম্য গুরুতর আহত হন। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।