Apan Desh | আপন দেশ

তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে যুবদলের  বিক্ষোভ  

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ১৮:১১, ১৭ জুলাই ২০২৫

তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে যুবদলের  বিক্ষোভ  

ছবি: আপন দেশ

স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং আগামীর রাষ্ট্র নায়ক তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে নোয়াখালীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। একই সঙ্গে সারাদেশে আইনশৃঙ্খলা অবনতি, হত্যা, দখলবাজি, চাঁদাবাজির প্রতিবাদও জানানো হয়।

বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে জেলা যুবদলের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা। শহরের কোট মসজিদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিল শেষে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

আরওপড়ুন<<>>শহীদ আবু সাঈদের মাকে কটুক্তি, পুলিশ সদস্য প্রত্যাহার

জেলা যুবদলের সভাপতি মন্জুরুল আজিম সুমনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন, জেলা বিএনপির আহবায়ক মাহবুব আলমগীর আলো, সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ, জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট আব্দুর রহমানসারাদে প্রমূখ।

এ সময় বক্তারা দেশে আইনশৃঙ্খলা অবনতি, হত্যা, দখলবাজি, চাঁদাবাজির প্রতিবাদ জানান।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়