Apan Desh | আপন দেশ

রাজধানীর ৭ স্থানে সভা-সমাবেশ নিষিদ্ধ

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ১৮:১৪, ১৭ মে ২০২৫

আপডেট: ১৯:১০, ১৭ মে ২০২৫

রাজধানীর ৭ স্থানে সভা-সমাবেশ নিষিদ্ধ

ফাইল ছবি

রাজধানীর গুরুত্বপূর্ণ কিছু এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে বাংলাদেশ সেনাবাহিনী। এ নিষেধাজ্ঞা রোববার (১৮ মে) থেকে কার্যকর হবে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এটি বলবৎ থাকবে।

শনিবার (১৭ মে) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়। নিষেধাজ্ঞার আওতায় রয়েছে, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ কর্মসূচিও।

আইএসপিআর জানায়, সাধারণ জনগণের চলাচল ও জনশৃঙ্খলা রক্ষায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। 

নিষিদ্ধ ঘোষিত এলাকাগুলোর মধ্যে রয়েছে, কচুক্ষেত সড়ক, বিজয় সরণি থেকে প্রধান উপদেষ্টার কার্যালয় হয়ে বীরশ্রেষ্ঠ শহীদ জাহাঙ্গীর গেট সংলগ্ন এলাকা, বিএএফ শাহীন কলেজ থেকে মহাখালী ফ্লাইওভার সংলগ্ন এলাকা, সৈনিক ক্লাব মোড়, ভাষানটেক, মাটিকাটা, ইসিবি চত্বর ও তৎসংলগ্ন এলাকায় সব ধরনের সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ প্রদর্শন ইত্যাদি নিষিদ্ধ করা হলো।
 
আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়