Apan Desh | আপন দেশ

রাবির আইনশৃঙ্খলা অবনতির প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

রাবি প্রতিনিধি

প্রকাশিত: ১৬:০৪, ৪ মে ২০২৫

রাবির আইনশৃঙ্খলা অবনতির প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

ছবি: আপন দেশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি ) সম্প্রতি একের পর এক ন্যাক্কারজনক ঘটনায় আইনশৃঙ্খলার চরম অবনতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে শাখা ছাত্রদল।

রোববার (০৪ মে) দুপুর ১২টায় বিশ্বদ্যিালয়ের বুদ্ধিজীবী চত্বর সংলগ্ন ছাত্রদলের দলীয় টেন্টে এ কর্মসূচি পালন করা হয়।

ছাত্রদলের অভিযোগ, সম্প্রতি রেজিষ্ট্রারের বাসভবনে ককটেল হামলা, আবাসিক হলে কোরআন পোড়ানো, অ্যাকাডেমিক ভবনে পূজার ব্যানার ছেঁড়াসহ সকল ন্যাক্কারজনক ঘটনায় আইনশৃঙ্খলার চরম অবনতি ঘটেছে। এ সময় তারা শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত ও নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের হামলাকারী চিহ্নিত, জুলাই-আগস্টে গণহত্যায় মদদদাতা শিক্ষক, কর্মকর্তা, কর্মচারিদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

আরওপড়ুন<<>>আড়াই মাস পর খুলেছে কুয়েট, শিক্ষকদের ক্লাস বর্জন

রাবি শাখা ছাত্রদলের যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম বলেন, রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী গত ৯ এবং ১১ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ে সুপরিকল্পিতভাবে ৭টি হলে এবং কেন্দ্রীয় মসজিদে কোরআন পোড়ায়। যা বাংলাদেশের ইতিহাসে বিরল। বিশ্ববিদ্যালয় প্রশাসন এখন বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টায় লিপ্ত।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন এ ঘটনার সঙ্গে যে জড়িত নয়, এটা প্রমাণের জন্য হলেও এসব ঘৃণিত কাজে জড়িতদের পরিচয় প্রকাশ করা উচিৎ। তবে শিক্ষার্থীদের কাছে বিষয়গুলো পরিস্কার, একটি উগ্র ধর্মব্যবসায়ীদের দ্বারা  এসব কাজ সংঘটিত হয়েছে। জাতীয়তাবাদী শিক্ষক ইফতেখার আলম মাসুদ স্যারের বাসায় ককটেল হামলায় জড়িত উগ্রবাদ গোষ্ঠী। আজ নাহয় কাল, এদের পরিচয় প্রকাশ হবেই ইনশাআল্লাহ।

অবস্থান কর্মসূচি শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে জোহা চত্বরে এসে শেষ হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল শাখার নেতারা, রাজশাহী মহানগর শাখার নেতারা, রাবি ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাসহ প্রায় দুই শতাধিক কর্মী উপস্থিত ছিলেন।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়