
ছবি: আপন দেশ
ঢাবি শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার মূলঘাতকসহ সকল আসামিদের দ্রুত গ্রেফতার দাবিতে মশাল মিছিল করেছে রাবি ছাত্রদল। একই সঙ্গে এ হত্যা মামলার তদন্তে গাফিলতির প্রতিবাদ জানান তারা।
রোববার (১৯ মে) সন্ধ্যা সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী চত্বর সংলগ্ন ছাত্রদলের দলীয় টেন্ট থেকে মশাল মিছিলটি বের হয়। মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে।
এ সময় ‘আমার ভাই মরলো কেন, ইন্টেরিম জবাব চাই’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘জ্বালোরে জ্বালো, আগুন জ্বালো’, ‘রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায়’, ‘আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না’, ‘ছাত্রদলের অঙ্গীকার, নিরাপদ ক্যাম্পাস’ ইত্যাদি স্লোগানে পুরো ক্যাম্পাস মুখরিত করে ছাত্রদল।
আরওপড়ুন<<>>সাম্য হত্যা মামলা ডিবিতে হস্তান্তর
রাবি শাখা ছাত্রদলের আহবায়ক সুলতান আহমেদ রাহী বলেন, সাম্য ছিল জুলাইয়ের সম্মুখ সারির যোদ্ধা। সাম্যকে পরিকল্পিতভাবে পায়ের রগে কুপিয়ে হত্যা করা হয়েছে। আপনারা জানেন কে বা কারা এ রগের রাজনীতি করে। তাদেরকে হুশিয়ার করে বলতে চাই, নতুন বাংলাদেশে আপনাদের এ রগ কাটার রাজনীতি সাধারণ মানুষ মেনে নেবে না। দেশবাসীর কাছে আহবান জানাই, সাম্যের বিচার দ্রুত কার্যকর করার জন্য রাস্তায় নেমে আসার জন্য।
তিনি আরও বলেন, সাম্য হত্যার বিচার দ্রুত কার্যকর না করলে রাবি শাখা ছাত্রদল ঢাকা থেকে রাজশাহীকে বিচ্ছিন্ন করে দেবে। এছাড়া আজকের এ মশাল মিছিল রাবি থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে যাবে।
রাবি ছাত্রদলের যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম শফিক বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্যার এ. এফ. রহমান হল ছাত্রদলের শাহরিয়ার আলম সাম্যকে টার্গেট কিলিং করা হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল সাম্যর হত্যাকারীদের দ্রুত গ্ৰেফতার ও বিচারের দাবিতে মশাল মিছিলের আয়োজন করেছে। হত্যাকারীদের দ্রুত বিচার না হলে আগামীতে এ মশাল মিছিলের আগুন যমুনাতে গিয়ে পৌঁছাবে।
মশাল মিছিলে রাবি ছাত্রদলের বিভিন্ন ইউনিটের প্রায় দুই শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।