
ছবি: আপন দেশ
অন্তর্বর্তী সরকারের নির্লিপ্ততায় সারাদেশে আইনশৃংখলা পরিস্থতির অবনতির প্রতিবাদে যুবদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননার প্রতিবাদও জানানো হয়।
বৃহস্পতিবার (১৭ জুলাই) সকালে জেলা যুবদলের আয়োজনে শহরের নিরালা মোড় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে পুনরায় নিরালা মোড়ে এসে শেষ হয়।
পরে সেখানে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, জেলা যুবদলের সাবেক আহবায়ক আশরাফ পাহেলী, বর্তমান আহবায়ক খন্দকার রাশেদুজ্জামান রাশেদ এবং সদস্য সচিব তৌহিদুল ইসলাম বাবু প্রমুখ।
আরওপড়ুন<<>>গোপালগঞ্জে কারফিউ চলছে, পরিস্থিতি থমথমে
বক্তারা বলেন, জাতীয় বীর শহীদ জিয়াউর রহমানের প্রতিকৃতিতে যে কুরুচিপূর্ণ আচরণ ও লাথি মারা হয়েছে। তা শুধু জিয়াউর রহমানের নয়, গোটা মুক্তিযুদ্ধের চেতনার প্রতি অবমাননা। আমরা এ ঘটনার তীব্র প্রতিবাদ জানাই, পাশাপাশি দোষীদের দ্রুত বিচার দাবি করছি।
তারা আরও বলেন, প্রশাসনের নীরব ভূমিকার সুযোগে নানা অপরাধ, সন্ত্রাস, রাজনৈতিক হয়রানি ও দমন-পীড়ন বেড়েই চলেছে। এর মাধ্যমে একটি মহল পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করতে চাইছে।
সমাবেশে জেলা ও উপজেলার যুবদলের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। পুরো কর্মসূচিতে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।