Apan Desh | আপন দেশ

ইউএনও’র দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিলে বিএনপি সমর্থকদের হামলা

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৮:১৩, ৪ মে ২০২৫

আপডেট: ১৮:৩০, ৪ মে ২০২৫

ইউএনও’র দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিলে বিএনপি সমর্থকদের হামলা

ছবি: আপন দেশ

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) অপসারণের দাবিতে আয়োজিত বিক্ষোভ মিছিলে হামলা ও মারধরের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছে পাঁচজন।

রোববার (০৪ মে) সকালে উপজেলার কারেন্টের বাজার বোয়াল চত্বরে উপজেলাবাসির ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। 

এ সময় বক্তারা জানান, পতিত সরকারের আমলে পদায়ন পাওয়া ইউএনও মফিজুর রহমান বিশ্বম্ভরপুর উপজেলার পর্যটন খাত ধ্বংস করে দিয়েছেন। বিভিন্ন অনিয়ম, স্বেচ্ছাচারী ও দুর্নীতির মাধ্যমে অবৈধভাবে কোটি কোটি টাকার মালিক হয়েছেন।

আরওপড়ুন<<>>আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত যুবকের মৃত্যু

মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা পরিষদ প্রাঙ্গণে যাওয়ার পথে মাল্টিপারপাস সেন্টারের সামনে আসলে বাঁধা দেয় বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে হামিলা চালায় তারা। পরে দুপক্ষের মধ্যে ধাওয়া পালটা ধাওয়া হয়। এ সময় সাংবাদিকদের দিকে তেড়ে এসে ক্যামেরা ছিনিয়ে নেয়ার চেষ্টা করে হামলাকারীরা। এতে আন্দোলনরত পাঁচজন আহত হয়েছে।

উপজেলা বিএনপির আহবায়ক রাজু আহমেদ বললেন, আওয়ামী লীগের দোসররা বিভিন্ন ছদ্মনামের ব্যানার নিয়ে উপজেলা সদরে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চেয়েছিল। এতে বিএনপি কর্মীরা বাধা দেয়। এ সময় হাতাহাতির ঘটনা ঘটেছে। ঘটনার সময় তিনি ও উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ছাড়া দলীয় নেতারা ছিলেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মফিজুর রহমান বলেন, অভিযানের মাধ্যমে সীমান্তে চোরাচালান শূন্যের কোটায় নিয়ে এসেছি। সম্প্রতি উপজেলা মাল্টিপারপাস সেন্টার লিজ দেয়া হয়েছে। সর্বোচ্চ দরদাতা লিজ পেয়েছেন। এনিয়ে সংক্ষুব্ধ কিছু ব্যক্তি বিশৃঙ্খলার চেষ্টা করেছে।

আপন দেশ/এমএইচ
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়