Apan Desh | আপন দেশ

গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে সাতক্ষীরায় বিএনপির মৌন মিছিল

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ২০:১৭, ১৮ জুলাই ২০২৫

আপডেট: ২১:৪০, ১৮ জুলাই ২০২৫

গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে সাতক্ষীরায় বিএনপির মৌন মিছিল

ছবি: আপন দেশ

ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন ও জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে সকল শহীদদের স্মরণে কালো ব্যাজ ধারণ ও মৌন মিছিল করেছে সাতক্ষীরা জেলা বিএনপি।

শুক্রবার (১৮ জুলাই) বিকেলে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে সংক্ষিপ্ত সমাবেশ শেষে কালোব্যাজ ধারণ করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সাতক্ষীরা নিউ মার্কেট মোড়ে গিয়ে মিছিলটি শেষ হয়।

জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব। এ সময় তিনি বলেন, জুলাই-আগস্ট আন্দোলনের শহীদরা আমাদের গণতন্ত্রের পথ দেখিয়েছেন। আজও তাদের রক্ত আমাদের শক্তি জোগায়।

আরওপড়ুন<<>>জুলাই শহীদদের স্মরণে টাঙ্গাইলে বিএনপির মৌন মিছিল

জেলা বিএনপির সদস্য শেখ মাসুম বিল্লাহ শাহীনের সঞ্চালনায় আরও বক্তব্য দেন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আবুল হাসান হাদী, যুগ্ম আহবায়ক তাসকিন আহমেদ চিশতি, ডা. মনিরুজ্জামান মনি, জেলা কৃষক দলের আহবায়ক মো.সালাউদ্দিন লিটন, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহবায়ক অ্যাডভোকেট আকবর আলী।

এ সময় আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম,  জেলা তাতীদলের আহবায়ক হাসান শাহরিয়ার রিপন, সদস্য সচিব মো. জাহাঙ্গীর আলম, জেলা জাসাসের আহবায়ক শেখ জিল্লুর রহমান, সদস্য সচিব মো. ফারুক হোসেন, জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিলর শফিকুল আলম বাবু,সদর থানা যুবদলের আহবায়ক নজরুল ইসলাম,  বিএনপি নেতা আবু বকর সিদ্দীক প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, ফ্যাসিবাদ, দমন-পীড়ন আর ভোটবিহীন শাসনের বিরুদ্ধে এ আন্দোলনের শহীদদের স্মরণ শুধু আনুষ্ঠানিকতা নয়, এটা একটি দায়। যা থেকে আমাদের নতুন আন্দোলনের শক্তি নিতে হবে।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়