
ছবি: আপন দেশ
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) মেধাবী শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহর রহস্যজনক মৃত্যুর সুষ্ঠু তদন্ত প্রতিবেদন প্রকাশের দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
শনিবার (২৬ জুলাই) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা প্রাঙ্গণ থেকে আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রশাসন ভবনের সামনে গিয়ে অবস্থান কর্মসূচি পালন করে।
এ সময় শিক্ষার্থীরা ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’, ‘তুমি কে আমি কে, সাজিদ সাজিদ’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘আমার ভাই কবরে, প্রশাসন কী করে’, ‘ক্যাম্পাসে লাশ পড়ে, প্রশাসন কী করে’, উই উই ওয়ান্ট, জাস্টিস জাস্টিস’, বিচার বিচার বিচার চাই, সাজিদ হত্যার বিচার চাই ইত্যাদি স্লোগান দেন।
বক্তারা বলেন, সাজিদ আমাদের ভাই। আমাদের জানা উচিত এটা স্বাভাবিক মৃত্যু নাকি হত্যা। এটা যদি হত্যাকাণ্ড হয়, তাহলে বিশ্ববিদ্যালয়ের প্রতিটা শিক্ষার্থী হুমকির মুখে পড়বে। আমার ভাইয়ের মৃত্যু যদি যেভাবেই হোক না কেন অতিদ্রুত তদন্ত করে তা আমাদের সামনে তুলে ধরতে হবে। এখনো আমরা প্রশাসনের পদক্ষেপ দেখছি না। কালক্ষেপণ না করে অতিদ্রুত সাজিদ হত্যার বিচার করতে হবে, নইলে ইবির বুকে আবারো জুলাই নেমে আসবে।
আরওপড়ুন<<>>বিশ্ববিদ্যালয় শিক্ষকদের নতুন সংগঠন ইউটিএল’র আত্মপ্রকাশ
সাজিদের বন্ধু ইনসানুল ইমাম বলেন, সাজিদের মরদেহ উদ্ধারের পর থেকে আমরা আন্দোলন করছি। প্রশাসন আমাদের ৬ দিনের কথা বলেছিলো কিন্তু আমরা এখনো কার্যকরী কোনো পদক্ষেপ নিতে দেখিনি। প্রশাসন এখন পর্যন্ত তদন্ত কমিটিতে ছাত্রপ্রতিনিধি যুক্ত করে নাই। সাজিদের মৃত্যুর সুষ্ঠু তদন্তের দাবিতে আমরা একত্রিত হয়েছি। আমরা ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাব। আমরা যদি আগামীতে প্রশাসনের এমন গড়িমসি দেখতে পাই, তাহলে আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব।
শাখা ছাত্রদলের আহবায়ক সাহেদ আহমেদ বলেন,সাজিদের মৃত্যুর সঠিক তদন্ত চেয়ে শিক্ষার্থীরা যে দাবি তুলে ধরেছে, আমরা এতে সম্মতি জানিয়েছি। এমতাজ স্যারের নেতৃত্বে যে তদন্ত কমিটি গঠন হয়েছে, তাদের কাছে আমাদের দাবি সাজিদের রহস্যজনক মৃত্যুর সঠিক তদন্ত করা হোক। আর এটা যদি হত্যা হয়, তাহলে দোষীদের অতিদ্রুত শাস্তি নিশ্চিত করতে হবে। সুষ্ঠু তদন্ত না হওয়া অব্দি আমরা এ আন্দোলন চালিয়ে যাব। তবে আমাদের আন্দোলন হবে ন্যায়ভিত্তিক ও যৌক্তিক।
ছাত্রশিবির সভাপতি মাহমুদুল হাসান বলেন, ফ্যাসিবাদের পতনের পর থেকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠন, সামাজিক সংগঠনগুলো অনেক দাবি জানিয়েছে, স্মারকলিপি দিয়েছে। কিন্তু এ বিষয়ে প্রশাসনের কোনো তোড়জোড় দেখতে পাচ্ছি না। ছাত্রশিবির ১১০ দফা দাবি দিয়েছে, এ দাবি আমরা চ্যাট জিপিটি দিয়ে বানায়ে দেই নাই। দুই-তিনমাস গবেষণা করে, স্টাডি করে দাবিগুলো দেয়া হয়েছে। কিন্তু প্রশাসন সেটা কতটুকু স্টাডি করে আর কতটুকু ইমপ্লিমেন্ট করে তা আমাদের জানা নাই। প্রশাসনকে আমরা যতটা গতিশীল দেখতে চেয়েছিলাম তার নুন্যতম গতি আমরা দেখি নাই।
উল্লেখ্য, বিক্ষোভ মিছিলে বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, শাখা ছাত্রদল, ছাত্রশিবির, ইসলামী ছাত্র আন্দোলন, ছাত্র ইউনিয়ন, বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়ার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।