Apan Desh | আপন দেশ

রাজধানীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল

নিজস্ব প্রতেবদক

প্রকাশিত: ১৩:২৬, ২ সেপ্টেম্বর ২০২৫

রাজধানীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল

ছবি: সংগৃহীত

রাজধানীর বনানী ফ্লাইওভার এলাকায় ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের একটি গ্রুপ। মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) ভোর ৬টার দিকে এ মিছিল করে তারা।

বিষয়টি নিশ্চিত করেছেন বনানী থানার ওসি রাসেল সারোয়ার। তিনি বলেন, ছাত্রলীগের একটি গ্রুপ সকাল ছয়টার দিকে মিছিল করেছে। তবে এ ঘটনায় আমরা কাউকে আটক করতে পারিনি।

খোঁজ নিয়ে জানা গেছে, নিষিদ্ধ ছাত্রলীগের প্রায় অর্ধশত কর্মী এ মিছিলে অংশ নেন। তাদের কয়েকজনের হাতে দুই আড়াই ফুটে একটি ব্যানার ছিল।

আরওপড়ুন<<>>নুরকে দেখতে ঢামেক হাসাপাতালে মির্জা ফখরুল

ব্যানারে ‘শেখ হাসিনা আসবে-বাংলাদেশ হাসবে, হঠাও ইউনূস-বাঁচাও দেশ’ লেখা ছিল। নিচে লেখা ছিল- বাংলাদেশ ছাত্রলীগ, ঢাকা মহানগর উত্তর।

মিছিলটি বনানী স্টেডিয়াম থেকে শুরু হয়ে বনানী ফ্লাইওভারের নিচ হয়ে সামনে গিয়ে শেষ হয়। মিছিলে অংশ নেয়া নেতাকর্মীরা দৌড়ে দ্রুত সময়ের মধ্যে তা শেষ করে দেন। তাদের কয়েকজনকে মোটরসাইকেলে চড়েও মিছিল করতে দেখা যায়।

মিছিলের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমেও শেয়ার করছেন নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীরা।

আপন দেশ/এমএইচ
 

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়