Apan Desh | আপন দেশ

গোপালগঞ্জে এনসিপির ওপর হামলার প্রতিবাদে সাতক্ষীরায় জামায়াতের বিক্ষোভ 

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ২১:০৫, ১৭ জুলাই ২০২৫

গোপালগঞ্জে এনসিপির ওপর হামলার প্রতিবাদে সাতক্ষীরায় জামায়াতের বিক্ষোভ 

ছবি: আপন দেশ

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ওপর হামলার প্রতিবাদে সাতক্ষীরায় জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেল ৫টায় সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্ক হতে জেলা জামায়াতের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল বের হয়।

মিছিলটি সাতক্ষীরা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নিউমার্কেট চত্বরে গিয়ে শেষ হয়। মিছিলের নেতৃত্ব দেন জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল ও জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান।

এ সময় ফ্যাসিস্ট হাসিনার বিচার, আওয়ামী সন্ত্রাসীদের গ্রেফতার, গোপালগঞ্জে হামলা কেন, প্রশাসন জবাব চাই,আমার সোনার বাংলায় চাঁদাবাজের ঠাই নাই, ধর্ষকদের ঠাই নাই ইত্যাদি স্লোগানে রাজপথ মুখরিত হয়। মিছিলে হাজার নেতাকর্মী অংশ নেয়।

আরওপড়ুন<<>>তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ

জেলা জামায়াতের আমীরের সভাপতিত্বে বিক্ষোভে বক্তব্য দেন, জেলা জামায়াতের সেক্রেটারি মাও. আজিজুর রহমান, সহকারী সেক্রেটারি প্রভাষক ওমর ফারুক, সাতক্ষীরা শহর জামায়াতের আমীর জাহিদুল ইসলাম, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুল বারী, জেলা জামায়াতের  অফিস সেক্রেটারি মো.হাবিবুর রহমান,সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান, সদর উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাও. হাবিবুর রহমান, অ্যাডভোকেট শহিদুল ইসলাম মুকুল, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি অধ্যাপক আব্দুল গাফফার, ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার সভাপতি আল মামুন, শহর জামাতের নায়েবে আমীর মো. ফখরুল হাসান লাভলু প্রমুখ।

সভায় বক্তারা বলেন, গোপালগঞ্জের সন্ত্রাসীদের দ্বারা জুলাই যোদ্ধা এনসিপির নেতাকর্মীদের ওপর বর্বরোচিত  হামলা চালানো হয়েছে। হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। খুনি হাসিনা ও তার ফ্যাসিস্টদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। গোপালগঞ্জ বাংলাদেশের বাইরের অংশ নয়। যে সেখানে সমাবেশ করা যাবেনা।

এ সময় বক্তারা হামলাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার আহবান জানান। নাহলে উদ্ভুত পরিস্থিতির দায় প্রশাসনকে নিতে হবে বলে হুশিয়ারি দেন বক্তারা। এছাড়া আগামী ১৯ জুলাই জামায়াতের সমাবেশ সফল করার আহবান জানান তারা।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়