Apan Desh | আপন দেশ

অ্যানিমেল হাজবেন্ড্রি অ্যাসোসিয়েশনকে লাল কার্ড বাকৃবি শিক্ষার্থীদের

বাকৃবি প্রতিনিধি

প্রকাশিত: ২০:৩৪, ৩ আগস্ট ২০২৫

অ্যানিমেল হাজবেন্ড্রি অ্যাসোসিয়েশনকে লাল কার্ড বাকৃবি শিক্ষার্থীদের

ছবি: আপন দেশ

বাংলাদেশ অ্যানিমেল হাজবেন্ড্রি অ্যাসোসিয়েশনকে (বাহা) লাল কার্ড প্রদর্শন করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পশুপালন অনুষদের শিক্ষার্থীরা।

রোবার (০৩ আগষ্ট) সকাল থেকে কম্বাইন্ড ডিগ্রির দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা অনুষদের ফটকে তালা দেন। বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন সংলগ্ন করিডোরে এসে বাহাকে লাল কার্ড প্রদর্শন করেন তারা।

এ সময় শিক্ষার্থীরা 'মানতে হবে কম্বাইন্ড', 'দিতে হবে কম্বাইন্ড', 'এক দফা, এক দাবি, কম্বাইন্ড কম্বাইন্ড' সহ নানান স্লোগান দিতে থাকেন।

আরওপড়ুন<<>>যেকোনো অন্যায় সমূলে উৎপাটনে ঐক্যের প্রয়োজন: ইবি ভিসি

এ বিষয়ে বাকৃবির পশুপালন অনুষদের আন্দোলনরত শিক্ষার্থী হিমেল জানান, আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশ্য করে কুরুচিপূর্ণ শব্দচয়নের মাধ্যমে বিবৃতি প্রদানের প্রতিবাদে আমরা পশু পালন অনুষদের শিক্ষার্থীরা বাহা'কে লাল কার্ড প্রদর্শন করেছি এবং বাহার বিবৃতি প্রত্যাখান করেছি।

এ বিষয়ে বাহার সভাপতি অধ্যাপক ড. মো. আবুল হাশেম এবং মহাসচিব মো. রফিকুল ইসলাম খানের (ডন) সঙ্গে মোবাইলে যোগাযোগ করা সম্ভব হয়নি।

এর আগে আন্দোলনের বিপরীতে বৃহস্পতিবার (৩১ জুলাই) বাংলাদেশ অ্যানিম্যাল হাজবেন্ড্রি অ্যাসোসিয়েশন (বাহা) ও পশুপালন অনুষদের এক যৌথ বিবৃতিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের ‘বিপথগামী’ বলে উল্লেখ করা হয়। এর প্রতিবাদে শিক্ষার্থীরা আজকের মিছিলে ‘তুমি কে আমি কে? বিপথগামী বিপথগামী’, ‘কে বলেছে কে বলেছে, বাহা বাহা’ ইত্যাদি স্লোগান দেন। পাশাপাশি লাল কার্ড প্রদর্শন করে বাহাকে প্রত্যাখ্যানের ঘোষণা দেন।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়