Apan Desh | আপন দেশ

সুনামগঞ্জে জাতীয় পার্টির দুই প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

সুনামগঞ্জ  প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৫২, ২৮ ডিসেম্বর ২০২৫

সুনামগঞ্জে জাতীয় পার্টির দুই প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

ছবি: আপন দেশ

আসন্ন ত্রিয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে সুনামগঞ্জ-৪ (সদর ও বিশ্বম্ভরপুর) এবং সুনামগঞ্জ-৫( ছাতক ও দোয়ারাবাজার) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন জাতীয় পার্টির মনোনীত দুই প্রার্থী। 

রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে সুনামগঞ্জের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ড. মোহাম্মদ ইলিয়াস মিয়ার নিকট তারা এ মনোনয়নপত্র দাখিল করেন।

মনোনয়নপত্র জমা দেয়া প্রার্থীরা হলেন সুনামগঞ্জ-৪ (সদর ও বিশ্বম্ভরপুর) আসনে জেলা জাতীয় পার্টির সদস্য সচিব অ্যাডভোকেট নাজমুল হুদা হিমেল এবং সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মো. জাহাঙ্গীর আলম।

উল্লেখ্য, আজ পর্যন্ত সুনামগঞ্জ জেলার মোট ৫টি আসনে বিএনপি, জামায়াত, স্বতন্ত্র এবং জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের ৩৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। 

আরও পড়ুন<<>>জোটসঙ্গীদের আরও ৭ আসন ছাড়ল বিএনপি

অ্যাডভোকেট নাজমুল হুদা হিমেল ও মো. জাহাঙ্গীর আলম তাদের বক্তব্যে বলেন,জাতীয় পার্টি সবসময় সাধারণ মানুষের অধিকার রক্ষায় কাজ করে। এসময় দুই প্রার্থীই জয়ের ব্যাপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তারা বলেন, দেশের সাধারণ মানুষ এখন পরিবর্তনের অপেক্ষায় আছে। যদি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়, তবে সুনামগঞ্জ-৪ ও সুনামগঞ্জ-৫ আসনের ভোটাররা লাঙ্গল প্রতীকে ভোট দিয়ে আমাদের বিজয়ী করবেন। আমরা নির্বাচনী এলাকার প্রতিটি মানুষের দোরগোড়ায় পল্লীবন্ধু এরশাদের উন্নয়নের বার্তা পৌঁছে দিয়েছি। বর্তমান পরিস্থিতিতে মানুষ শান্তি ও স্থিতিশীলতা চায়, যা কেবল লাঙ্গল প্রতীকের মাধ্যমেই সম্ভব। আমরা আশা করছি, নির্বাচন কমিশন একটি সুন্দর পরিবেশ বজায় রাখব। যেখানে ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির প্রথম সদস্য বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম সমছু,যুগ্ম-আহবায়ক ডা. চানঁ মিয়া,যুগ্ম-আহবায়ক গোলাম হোসেন অভি,সদস্য এমদাদুল হক দিলবর,ওমর ফারুক,হমায়ূন রশিদ,দোয়ারাবাজার উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক নুর মোহাম্মদ আব্দুল্লাহ, শাহজাদা পীর এনামুল হক শাহসহ সহযোগি সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সুনামগঞ্জের এ দুটি আসনেই জাতীয় পার্টির শক্ত অবস্থান রয়েছে উল্লেখ করে স্থানীয়রা জানান, সুষ্ঠু নির্বাচন হলে এখানে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা রয়েছে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়