ছবি: আপন দেশ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে যশোর-৬ (কেশবপুর) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ব্যারিস্টার মাহমুদ হাসান। তিনি ‘আমার বাংলাদেশ পার্টি’ (এবি পার্টি) মনোনীত প্রার্থী।
সোমবার (২৯ ডিসেম্বর) তিনি আনুষ্ঠানিকভাবে এ মনোনয়নপত্র দাখিল করেন।
ব্যারিস্টার মাহমুদ হাসান কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার রেকসোনা খাতুনের কার্যালয়ে উপস্থিত হন। সেখানে তিনি সরকারি নিয়ম মেনে তার মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়নপত্র জমা শেষে ব্যারিস্টার মাহমুদ হাসান বলেন, কেশবপুরের সার্বিক উন্নয়নই রাজনীতির প্রধান লক্ষ্য। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও অবকাঠামো উন্নয়নের মাধ্যমে কেশবপুরকে একটি আধুনিক, মানবিক ও উন্নত উপজেলায় রূপান্তর করা হবে। সাধারণ মানুষের অধিকার, ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠায় আপসহীনভাবে কাজ করবো।
এ সময় তিনি কেশবপুরবাসীর দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করেন, একটি দুর্নীতিমুক্ত, জনবান্ধব ও দায়িত্বশীল নেতৃত্ব উপহার দেয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































