ছবি: আপন দেশ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৮ (বরুড়া উপজেলা) আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন জনাব জাকারিয়া তাহের সুমন।
সোমবার (২৯ ডিসেম্বর) উৎসবমুখর পরিবেশে তিনি তার মনোনয়নপত্র দাখিল করেন।
জাকারিয়া তাহের সুমন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করছেন। তিনি সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্রটি হস্তান্তর করেন।
মনোনয়নপত্র দাখিল শেষে জাকারিয়া তাহের সুমন বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আমি এ নির্বাচনে অংশগ্রহণ করছি। বরুড়ার সাধারণ মানুষের উন্নয়ন ও অধিকার রক্ষায় আমি কাজ করতে চাই।
এ সময় উপস্থিত নেতাকর্মীরা স্লোগান ও করতালির মাধ্যমে তাদের প্রার্থীর প্রতি সমর্থন জানান। মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে এলাকায় উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায়।
বিএনপি নেতারা আশা প্রকাশ করেন, আসন্ন নির্বাচনে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে জাকারিয়া তাহের সুমন বিজয়ী হবেন।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































