ফাইল ছবি
ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে বিএনপির শেষ মুহূর্তের মনোনয়ন পরিবর্তন দলটির রাজনৈতিক দূরদর্শিতা নয়, বরং অবিবেচনা ও আত্মঘাতী সিদ্ধান্তেরই প্রতিচ্ছবি হয়ে উঠেছে। যে সিদ্ধান্তকে ঘিরে মাঠের নেতাকর্মীরা উজ্জীবিত হয়েছিল, সেই সিদ্ধান্ত এক রাতেই উল্টে দিয়ে বিএনপি আবারও প্রমাণ করল- তৃণমূলের মতামত নয়, বরং ঘনিষ্ঠতার সমীকরণই দলটির রাজনীতিতে চূড়ান্ত।
প্রবীণ নেতা, সাবেক সংসদ সদস্য ও চেয়ারপারসনের উপদেষ্টা মুশফিকুর রহমানকে মনোনয়ন দেয়ার মধ্য দিয়ে কসবা-আখাউড়ায় বিএনপির ভেতরে যে আশার সঞ্চার হয়েছিল, তা ছিল দীর্ঘদিন পর একটি গ্রহণযোগ্য রাজনৈতিক বার্তা। নব্বই ঊর্ধ্ব বয়স সত্ত্বেও তার রাজনৈতিক গ্রহণযোগ্যতা ও সাংগঠনিক অভিজ্ঞতা স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ঐক্যের ভিত্তি তৈরি করেছিল। কিন্তু সেই ঐক্য গড়ার সুযোগটুকু দল নিজের হাতেই ভেঙে দিল।
শেষ মুহূর্তে কবির আহমেদ ভূঁইয়াকে মনোনয়ন দেয়ার ঘটনায় সবচেয়ে বড় প্রশ্ন উঠেছে—যোগ্যতা, মাঠের বাস্তবতা ও দলীয় ত্যাগের মূল্য কোথায়? রাজনৈতিক অঙ্গনে এখন আর গোপন কিছু নেই- নতুন প্রার্থী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পিএস আব্দুর রহমান সানির বড় ভাই। ফলে ‘সানি ম্যাজিক’ শব্দটি নিছক কটাক্ষ নয়, বরং বিএনপির সিদ্ধান্তপ্রক্রিয়ার একটি বিব্রতকর বাস্তবতা।
আরও পড়ুন<<>> তারেক রহমানের পিএস সানীর বৌ ভাত, বিএনপির বিশ্ব নেতারা লন্ডনে
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এটি কেবল একটি আসনের মনোনয়ন পরিবর্তন নয়; এটি বিএনপির দীর্ঘদিনের দুর্বলতা- স্বজনপ্রীতি ও কেন্দ্রীভূত সিদ্ধান্তের নগ্ন উদাহরণ। বয়সজনিত যুক্তি সামনে আনা হলেও প্রশ্ন থেকে যায়, মনোনয়ন দেয়ার আগে কি সেই বয়স বিএনপির জানা ছিল না? নাকি সব হিসাব বদলে যায় কেবল প্রভাবশালী আত্মীয়তার চাপে? উল্লেখ করা যেতে পারে কুষ্টিয়ার মেহেদী আহম্মেদ রুমীর মনোনয়ন নিয়েও? তিনি ১/১১-তে সংস্কারপন্থি নেতা। বয়সও নব্বই ছুঁইছুঁই। চলেন হুইল চেয়ারে। তার বেলায় নমনীয় বিএনপির হাইকমান্ড।
এ সিদ্ধান্তের ফলে কসবা-আখাউড়ায় বিএনপির তৃণমূল নেতাকর্মীদের মধ্যে হতাশা, ক্ষোভ ও অনাস্থা তৈরি হয়েছে। দল যদি বারবার এমন অবিবেচনাপ্রসূত সিদ্ধান্ত নেয়, তবে গণতন্ত্রের কথা বলা বিএনপির নৈতিক অবস্থানই প্রশ্নবিদ্ধ হবে। ব্রাহ্মণবাড়িয়া-৪ এর মনোনয়ন নাটক বিএনপিকে শুধু বিব্রতই করেনি, বরং তার রাজনৈতিক বিশ্বাসযোগ্যতাকেও আরও এক ধাপ দুর্বল করেছে।
আপন দেশ/এবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































