ফাইল ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের শুনানির পঞ্চম দিন শেষে ৭৩ প্রার্থীর আপিল মঞ্জুর হয়েছে এবং নামঞ্জুর হয়েছে ১৭ জন প্রার্থীর আপিল।
বুধবার (১৪ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের অডিটরিয়ামে শুনানি নেয় ইসি। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে শুনানিতে অন্য নির্বাচন কমিশনাররাও অংশ নিয়েছেন। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ আপিল নিষ্পত্তি করে ইসি। শুনানি শেষে এ তথ্য জানান, ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।
আখতার আহমেদ বলেন, ইসির আপিল শুনানিতে মোট ১০০টি আপিল শুনানি হয়। যার মধ্যে ৭৩টি মঞ্জুর করা হয়েছে। বাকি ১৭টি নামঞ্জুর করা হয়। আর ১০টি আপিল শুনানি অপেক্ষমাণ।
আরও পড়ুন<<>>শর্তসাপেক্ষে গাজায় ফোর্স পাঠানো হবে: পররাষ্ট্র উপদেষ্টা
তিনি আরও বলেন, এ পাঁচ দিনে ৩৮০টা আপিল আমরা শুনেছি। এর মধ্যে অ্যাপ্রুভ হয়েছে ২৭৭টা। রিজেক্ট হয়েছে ৮১টা। আর বিভিন্ন কারণে ডেফার করা হয়েছে ২৩টা। সর্বমোট আপিল দায়ের করা হয়েছিল ৬৪৫টা। এ আপিল শুনানি চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত।
মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে মোট ৬৪৫টি আপিল আবেদন জমা পড়ে। নির্বাচন কমিশনে গত ৫ জানুয়ারি আপিল গ্রহণ শুরু হয়ে ৯ জানুয়ারি শেষ হয়। এর আগে ৪ জানুয়ারি পর্যন্ত রিটার্নিং কর্মকর্তারা ৭২৩টি মনোনয়ন বাতিল করেন।
শনিবার (১০ জানুয়ারি) সকাল ১০টা থেকে নির্বাচন কমিশনে আপিল শুনানি শুরু হয়েছে, চলবে আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত। শনিবার (১০ জানুয়ারি) ১ থেকে ৭০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। রোববার (১১ জানুয়ারি) ৭১ থেকে ১৪০ নম্বর আপিল, সোমবার (১২ জানুয়ারি) ১৪১-২১০ নম্বর আপিল এবং মঙ্গলবার (১৩ জানুয়ারি) ২১১ থেকে ২৮০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হবে।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































