Apan Desh | আপন দেশ

তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

বগুড়া প্রতিনিধি

প্রকাশিত: ১১:১৭, ৩ জানুয়ারি ২০২৬

আপডেট: ১৩:৪০, ৩ জানুয়ারি ২০২৬

তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি : আপন দেশ

বগুড়া-৬ (সদর) আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা।

মনোনয়নপত্রটি যাচাই-বাছাই শনিবার (৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে শেষে বৈধ ঘোষণা করা হয়।
 
এ ছাড়া একই আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আবিদুর রহমান সোহেলের মনোনয়নপত্রও বৈধ ঘোষণা করা হয়েছে।
 
তবে এই আসনে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) মনোনীত প্রার্থী দিলরুবা নূরীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। 

আরও পড়ুন : শৈত্যপ্রবাহ নিয়ে ‘দুঃসংবাদ’

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, আয়কর রিটার্ন জমা না দেওয়ায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়