Apan Desh | আপন দেশ

যশোর-৩ আসনে বিএনপির অনিন্দ্য ইসলাম অমিতের মনোনয়নপত্র জমা

নিজস্ব প্রতিবেদক, যশোর

প্রকাশিত: ১৯:৪৬, ২৯ ডিসেম্বর ২০২৫

যশোর-৩ আসনে বিএনপির অনিন্দ্য ইসলাম অমিতের মনোনয়নপত্র জমা

ছবি: আপন দেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত মনোনয়নপত্র জমা দিয়েছেন। তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) হিসেবে দায়িত্ব পালন করছেন। 

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে তিনি জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের কাছে এ মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়নপত্র জমা দেয়ার আগে অনিন্দ্য ইসলাম অমিত শহরের কারবালা জামে মসজিদে জোহরের নামাজ আদায় করেন। এরপর তিনি সেখানে অবস্থিত তার পিতা সাবেক মন্ত্রী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য প্রয়াত তরিকুল ইসলামের কবর জিয়ারত করেন। বাবার প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যান।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, বীর মুক্তিযোদ্ধা ফেরদৌসী বেগম ও জুলাই যোদ্ধা এনাম সিদ্দিকী। 

আরও পড়ুন>>>ছোট ছোট ভালো কাজের মাধ্যমেই বদলে দেব দেশ: তারেক রহমান

মনোনয়ন জমা শেষে অনিন্দ্য ইসলাম অমিত সাংবাদিকদের সাথে কথা বলেন। তিনি বলেন, সৃষ্টিকর্তার অশেষ রহমতে আমি ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছি। আমার সঙ্গে দলের শীর্ষ নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, জুলাই যোদ্ধা, ওলামা মাশায়েখ, সনাতন ধর্মাবলম্বীদের প্রতিনিধিদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছি। 

আমার প্রতি আস্থায় রাখায় দলের চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞগতা প্রকাশ করছি। 

নির্বাচনকে উৎসব মূখর ও শান্তি পূর্ণ করতে নির্বাচন কমিশনকে বিএনপির পক্ষ থেকে সর্বাত্মক সহায়তা করতে অতীতের মতো আমরা প্রস্তুত আছি। আমরা ইতিবাচক ভাবে সামনে আগাতে চাই। আমি আশাবাদী বর্তমান নির্বাচন কমিশন ও অর্ন্তবর্তী সরকার লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করবে। সকল প্রার্থীর জন্য নির্বচানের মাঠে অনুকূল পরিবেশ তৈরি হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দীর্ঘ ১৬ বছর দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিলো। সে কারণে ভোটারদের মধ্যে হতাশার জায়গা থেকে ভোটদান নিয়ে আশংকা রয়েই গেছে। আমি আশাবাদী ভোট গ্রহণের দিন যতই এগিয়ে আসবে, যখনই প্রার্থীদের প্রচার প্রচারণা বাড়বে, প্রার্থীরা যখন সৌহার্দ্য মূলক পরিবেশ তৈরিতে নির্বাচন কমিশনকে সহায়তা করবে। তখন ভোটারদের শংকার জায়গা কেটে যাবে। উৎসব মূখর ও শান্তিপূর্ণ পরিবেশে আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। 

যশোরবাসীর উদ্দেশ্যে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, আপনারাই আমার অভিভাবক। আমি আপনাদেরই সন্তান। দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী বিরোধী আন্দোলনে আপানাদের পাশে ছিলাম। যে কোন সংকট সংগ্রামে এক রাজনৈতিক কর্মী হিসেবে আপনাদের আপনজ হিসেবে পাশে থাকার চেষ্টা করেছি।  

অনিন্দ্য ইসলাম অমিতের মনোনয়নপত্র জমা দেয়ার পর যশোর কালেক্টরেট চত্বরে দাঁিড়য়ে গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দুয়া ও মুনাজাত করেন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। 

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. নজরুল ইসলাম, বর্তমান সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, শহিদুল বারী রবু, সাবেক সহ-সভাপতি গোলাম রেজা দুলু, অ্যাড. মোহাম্মদ ইসহক, অ্যাড. জাফর সাদিক, সাবেক সম্পাদক মন্ডলীর সদস্য আব্দুস সালাম আজাদ, এ কে শরফুদ্দৌলা ছোটলু, অ্যাড. হাজী আনিছুর রহমান মুকুল, সিরাজুল ইসলাম, যশোর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সম্পাদক তানভীরুল ইসলাম সোহান, জেলা লৌহ ও সিমেন্ট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আবুল বাশার সাইফুদ্দৌলা, নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ,  সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, সদর উপজেলা বিএনপির সহ সভাপতি অধ্যাপক আব্দার হোসেন খান, সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন,  জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ, সদস্য সচিব আনসারুল হক রানা, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল, সদস্য সচিব রাজিদুর রহমান সাগর প্রমুখ।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়