Apan Desh | আপন দেশ

সারাদেশে মনোনয়নপত্র জমা পড়েছে ২ হাজার ৫৮২

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২৩:১৭, ২৯ ডিসেম্বর ২০২৫

সারাদেশে মনোনয়নপত্র জমা পড়েছে ২ হাজার ৫৮২

ফাইল ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশে ২ হাজার ৫৮২টি মনোনয়নপত্র দাখিল হয়েছে। যেখানে মোট ৩ হাজার ৪০৭টি মনোনয়ন সংগ্রহ করা হয়েছিল। এর আগে সর্বশেষ দ্বাদশ সংসদ নির্বাচনে ২ হাজার ৭১৬ মনোনয়নপত্র জমা পড়েছিল।

সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেয়ার নির্ধারিত সময় শেষে (সোমবার ২৯ ডিসেম্বর) রাতে নির্বাচন কমিশন (ইসি) এ তথ্য জানিয়েছে।

নির্বাচন কমিশন সচিবালয়ের তথ্য অনুযায়ী, রংপুর অঞ্চলের ৩৩ নির্বাচনি আসনে মনোনয়ন গ্রহণ করেছেন ৩৩৮ জন ও জমা দিয়েছেন ২৭৮ জন, রাজশাহী অঞ্চলের ৩৯ নির্বাচনি আসনে মনোনয়ন গ্রহণ করেছেন ৩২৯ জন ও জমা দিয়েছেন ২৬০ জন, খুলনা অঞ্চলের ৩৬ নির্বাচনি আসনে মনোনয়ন গ্রহণ করেছেন ৩৫৮ জন ও জমা দিয়েছেন ২৭৬ জন।

এছাড়াও বরিশাল অঞ্চলের ২১ নির্বাচনি আসনে মনোনয়ন গ্রহণ করেছেন ২১২ জন ও জমা দিয়েছেন ১১৬ জন, ফরিদপুর অঞ্চলের ১৫ নির্বাচনি আসনে মনোনয়ন গ্রহণ করেছেন ১৬৫ জন ও জমা দিয়েছেন ১৪২ জন, ঢাকা অঞ্চলের ৪১ নির্বাচনি আসনে মনোনয়ন গ্রহণ করেছেন ৬৩৮ জন ও জমা দিয়েছেন ৪৪৪ জন, ময়মনসিংহ অঞ্চলের ৩৮ নির্বাচনি আসনে মনোনয়ন গ্রহণ করেছেন ৪০২ জন ও জমা দিয়েছেন ৩১১ জন।

আরও পড়ুন>>>কাল ‘স্যালুটিং আওয়ার কালচারাল হিরো’ কর্মসূচি ঘোষণা ইনকিলাব মঞ্চের

অন্যদিকে সিলেট অঞ্চলের ১৯ নির্বাচনি আসনে মনোনয়ন গ্রহণ করেছেন ১৭৬ জন ও জমা দিয়েছেন ১৪৬ জন, কুমিল্লা অঞ্চলের ৩৫ নির্বাচনি আসনে মনোনয়ন গ্রহণ করেছেন ৪৯৬ জন ও জমা দিয়েছেন ৩৬৫ জন, চট্টগ্রাম অঞ্চলের ২৩ নির্বাচনি আসনে মনোনয়ন গ্রহণ করেছেন ২৯৩ জন ও জমা দিয়েছেন ১৯৪ জন।

মনোনয়নপত্র বাছাই কার্যক্রম চলবে চলতি বছরের ৩০ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ৪ জানুয়ারি পর্যন্ত। তবে কোন আসনে কতজন ও মোট কতটি দলের প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন, তা এখনো বিস্তারিত জানায়নি ইসি। আগামী ১২ ফেব্রুয়ারি জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ।

রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে আপিল করা যাবে ৫ থেকে ৯ জানুয়ারি। ইসি আপিল নিষ্পত্তি করবে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত সময়ে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। এরপর আগামী নির্বাচনের চূড়ান্ত প্রার্থীর সংখ্যা জানা যাবে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়