Apan Desh | আপন দেশ

মনোনয়নপত্র বাতিল-গ্রহণের বিরুদ্ধে আপিল শুরু আজ

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ০৯:১৬, ৫ জানুয়ারি ২০২৬

আপডেট: ১১:৩২, ৫ জানুয়ারি ২০২৬

মনোনয়নপত্র বাতিল-গ্রহণের বিরুদ্ধে আপিল শুরু আজ

ছবি : আপন দেশ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র গ্রহণ ও বাতিল আদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি)  আপিল দায়ের শুরু হচ্ছে সোমবার (০৫ জানুয়ারি) থেকে। শুক্রবার (০৯ জানুয়ারি) বিকেল ৫টা পর্যন্ত সংক্ষুদ্ধ কোনো প্রার্থী বা কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান বা কোনো সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠান অথবা প্রার্থী কর্তৃক লিখিতভাবে ক্ষমতাপ্রাপ্ত কোনো ব্যক্তি ইসিতে আপিল দায়ের করতে পারবেন।

নির্বাচন কমিশন জানিয়েছে, আপিল গ্রহণের জন্য রাজধানীর আগারগাঁওয়ে কমিশন ভবনে একটি কেন্দ্র স্থাপন করা হয়েছে। সেখানে দেশের বিভিন্ন অঞ্চলভিত্তিক মোট ১০টি বুথে আপিল আবেদন জমা নেয়া হবে। প্রতিটি বুথ নির্দিষ্ট কয়েকটি জেলার মনোনয়নসংক্রান্ত আপিল গ্রহণ করবে।

১নং বুথে খুলনা অঞ্চলের জেলা সমূহ: মেহেরপুর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, যশোর, মাগুরা, নড়াইল, বাগেরহাট, খুলনা ও সাতক্ষীরা। 

২নং বুথে রাজশাহী অঞ্চলের জেলা সমূহ: জয়পুরহাট, বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, রাজশাহী, নাটোর, সিরাজগঞ্জ ও পাবনা। 

৩নং বুথে রংপুর অঞ্চলের জেলা সমূহ: পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা। 

৪নং বুথে চট্টগ্রাম অঞ্চলের জেলা সমূহ: চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবান। 

৫নং বুথে কুমিল্লা অঞ্চলের জেলা সমূহ: ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুর, ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর। 

৬নং বুথে সিলেট অঞ্চলের জেলা সমূহ: সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ। 

৭নং বুথে ঢাকা অঞ্চলের জেলা সমূহ: টাংগাইল, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, ঢাকা, গাজীপুর, নরসিংদী ও নারায়ণগঞ্জ। 

৮নং বুথে ময়মনসিংহ অঞ্চলের জেলা সমূহ: জামালপুর, শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোণা। 

৯নং বুথে বরিশাল অঞ্চলের জেলা সমূহ: বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, ঝালকাঠি ও পিরোজপুর। 

আরও পড়ুন<<>>মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীর সংখ্যা ১৮৪২

১০নং বুথে ফরিদপুর অঞ্চলের জেলা সমূহ: রাজবাড়ী, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর এবং শরীয়তপুর জেলার মনোনায়নপত্র বাতিল ও গ্রহণ আদেশের বিরুদ্ধে ইসিতে আপিল দায়ের করা যাবে। 

এদিকে রোববার বিকাল ৫টায় শেষ হয়েছে মনোনয়নপত্র বাছাইয়ের কাজ। নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের জনসংযোগ পরিচালক ও তথ্য কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক বলেন, মনোনয়নপত্র বাছাই শেষে আজ রাতে সারা দেশে কতগুলো মনোনয়নপত্র বৈধ এবং কতগুলো বাতিল হয়েছে তা প্রকাশ করা হবে।

ইসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ উপলক্ষে মনোনয়নপত্র গ্রহণ বা বাতিলের বিরুদ্ধে দায়ের করা সব আপিল আগামী ১০ থেকে ১৮ জানুয়ারির মধ্যে নিষ্পত্তি করা হবে।

আপিল দায়েরের ক্ষেত্রে নির্ধারিত ফরমেটে কমিশন সচিবালয়ের সচিবের কাছে আবেদন জমা দিতে হবে। আবেদনের সঙ্গে মনোনয়নপত্র গ্রহণ বা বাতিলের তারিখ, আপিলের কারণ উল্লেখ করে বিবৃতি এবং সংশ্লিষ্ট আদেশের সত্যায়িত কপি দাখিল করতে হবে। একটি মূল কপিসহ মোট সাতটি কপি জমা দেয়া বাধ্যতামূলক। আপিলের রায়ের কপি পেতে হলে আলাদা নির্ধারিত ফরমে আবেদন করতে হবে, যা আপিল কেন্দ্রের বুথ থেকে সংগ্রহ করা যাবে।

এদিকে নির্বাচন কমিশন স্মরণ করিয়ে দিয়েছে, সংসদ নির্বাচনে অংশ নেয়া নিবন্ধিত রাজনৈতিক দলের প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী এবং তাদের পক্ষে অন্য কেউ—সবাইকে ‘সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫’ কঠোরভাবে অনুসরণ করতে হবে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়