Apan Desh | আপন দেশ

মেডিকেল ভর্তি পরীক্ষায় জিপিএ ৮.৫ বাধ্যতামূলক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:০৯, ৩১ অক্টোবর ২০২৫

মেডিকেল ভর্তি পরীক্ষায় জিপিএ ৮.৫ বাধ্যতামূলক

ফাইল ছবি

দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে এমবিবিএস ও ডেন্টাল (বিডিএস) ভর্তি পরীক্ষার নীতিমালা প্রকাশ করেছে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)। এতে ভর্তি পরীক্ষার যোগ্যতা, নিয়ম, কোটা ও মাইগ্রেশনসহ সকল বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে।

নীতিমালা অনুযায়ী, আবেদনকারীকে বাংলাদেশের নাগরিক হতে হইবে। প্রার্থীকে বিজ্ঞান বিভাগে এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হইতে হইবে। দুই পরীক্ষার মোট জিপিএ কমপক্ষে ৮.৫০ থাকতে হবে, যেখানে কোনো এক পরীক্ষায় ৪.০০ এর কম জিপিএ থাকলে অযোগ্য বলে গণ্য হবে। বিদেশি শিক্ষার্থীর জন্য সরকারী ও বেসরকারি কলেজে ভিন্ন মানদণ্ড প্রযোজ্য, তবে তাদেরও ন্যূনতম জিপিএ এবং জীববিজ্ঞানে নির্দিষ্ট মানদণ্ড পূরণ করতে হবে। পশ্চাদপদ জনগোষ্ঠীর জন্য কিছু বিশেষ কোটা এবং ন্যূনতম জিপিএ নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন<<>>ডেঙ্গুজ্বরে আরও চারজনের মৃত্যু 

ভর্তি প্রক্রিয়া মেধা তালিকা অনুযায়ী হবে, যেখানে এসএসসি ও এইচএসসি বা সমমানের জিপিএ এবং জাতীয় ভর্তি পরীক্ষার নম্বরের ভিত্তিতে ক্রম নির্ধারণ করা হবে। লিখিত ভর্তি পরীক্ষা ১০০ নম্বরের, যেখানে জীববিজ্ঞান, রসায়ন, পদার্থবিজ্ঞান, ইংরেজি এবং সাধারণ জ্ঞান অন্তর্ভুক্ত, ৪০ নম্বর পাশ মার্ক। ভুল উত্তরে ০.২৫ নম্বর কর্তন প্রযোজ্য। ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশের পর সরকারি কলেজের ভর্তি প্রক্রিয়া ৪৫ কার্যদিবসের মধ্যে সম্পন্ন হবে, এরপর বেসরকারি কলেজে ভর্তি শুরু হবে। বেসরকারি কলেজে নির্বাচিত শিক্ষার্থীদের জন্য অনলাইনে পুনরায় আবেদন এবং মেধা ও পছন্দক্রম অনুযায়ী আসন বরাদ্দের ব্যবস্থা থাকবে।

মাইগ্রেশন বা কলেজ বদল প্রক্রিয়ায় সরকারি কলেজে সর্বোচ্চ তিনবার, বেসরকারি কলেজে সর্বোচ্চ দুইবার শিক্ষার্থীর আসন পরিবর্তনের সুযোগ থাকবে। তবে একবার চূড়ান্ত ভর্তি সম্পন্ন হলে ইন্টার্নশীপের আগে কোনো শিক্ষার্থী অন্য কলেজে স্থানান্তর করতে পারবে না। এমবিবিএস ও বিডিএস শিক্ষার্থীদের কারিকুলাম বিএমএন্ডডিসি অনুমোদিত হবে এবং কোর্স শেষে এক বছর ইন্টার্নশীপ বাধ্যতামূলক। পশ্চাৎপদ জনগোষ্ঠীর জন্য নির্দিষ্ট আসন সংরক্ষিত থাকবে, এবং সংরক্ষিত আসনে নির্বাচিত শিক্ষার্থীর সনদপত্র কেন্দ্রীয় ভর্তি কমিটি যাচাই করবে।

আপন দেশ/জেডআই

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

টেংরাটিলায় বিস্ফোরণের ক্ষতিপূরণ পাচ্ছে বাংলাদেশ সরকারি কর্মকর্তারা হ্যাঁ/না ভোটের পক্ষে প্রচারণা চালাতে পারবেন না শেরপুরে সংঘর্ষের ঘটনায় সংশ্লিষ্ট ইউএনও-ওসিকে প্রত্যাহার পদ্মা সেচ প্রকল্প পুনরুজ্জীবিত করার প্রতিশ্রুতি তারেক রহমানের পডকাস্টে আগামীর বাংলাদেশের রোডম্যাপ শোনাবেন তারেক রহমান তারেক রহমান উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন আজ আরও ১৩ নেতা এনসিপি ছাড়লেন ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় তেহরানের প্রতি কূটনৈতিক চাপ বাড়ানোর বার্তা ট্রাম্পের ছাদখোলা বাসে ঘরে ফিরবেন সাবিনারা ভরিতে ১৬২১৩ টাকা বাড়িয়ে রেকর্ড দাম নির্ধারণ শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা জামায়াত কর্মীর নিহতের ঘটনায় সরকারের বিবৃতি ই-ভ্যাট সিস্টেমের সেবা সাময়িক বন্ধ থাকবে জরুরি প্রয়োজন ছাড়া বাংলাদেশ ভ্রমণে যুক্তরাজ্যের সতর্কবার্তা