Apan Desh | আপন দেশ

নতুন ঘোষণা দিয়ে সড়ক ছাড়লেন শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৮:৪৫, ১৪ জানুয়ারি ২০২৬

নতুন ঘোষণা দিয়ে সড়ক ছাড়লেন শিক্ষার্থীরা

ছবি : আপন দেশ

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠনের চূড়ান্ত অধ্যাদেশ জারির দাবিতে সায়েন্স ল্যাব, টেকনিক্যাল ও তাঁতীবাজার মোড় অবরোধ করেন ৭ কলেজের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ফের অবরোধের ঘোষণা দিয়ে সড়ক ছেড়েছেন তারা। 

বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় এ ঘোষণা দেন শিক্ষার্থীরা।

এ সময় আন্দোলনের সমন্বয়কারী নাইম হাসান বলেন, ‘সাত কলেজেকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের জন্য আন্দোলন করে যাচ্ছি। সরকারি দফতরে ধরনা দিয়েছি। সবাই আশ্বাস দিয়েছে। কিন্তু এখনো অধ্যাদেশ জারি হয়নি।’

তিনি আরও বলেন, ‘আমরা দুর্ভোগ চাই না। সরকার দ্রুত অধ্যাদেশ দিয়ে দিক। কিন্তু না দেয়ায় আমরা আন্দোলন করছি।’

পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার কথা জানিয়ে নাইম বরেন, ‘সাইন্সল্যাব, তাঁতীবাজার, টেকনিক্যাল এলাকা বৃহস্পতিবারও অবস্থান চলবে। বেলা ১১টা থেকে অবরোধ করা হবে।’

দাবি আদায় না হলে অসহযোগ আন্দোলন গড়ে তোলারও হুঁশিয়ারি দেন এই সমন্বয়কারী।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাংগঠনিক সম্পাদক মঈনুল ইসলাম বলেন, ‘দীর্ঘদিন ধরে সাত কলেজের শিক্ষার্থীরা রাজপথে আন্দোলন করে আসছে। ২০১৭ সালে শেখ হাসিনা নিজের ইচ্ছে মতো বিচার বিশ্লেষণ ছাড়া সাত কলেজে ঢাবির অধিভুক্ত করেন। এর ফলে দীর্ঘদিন ধরে শিক্ষার্থীরা আন্দোলন করে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এই যৌক্তিক আন্দোলনকে সমর্থন করেছে। এসব প্রতিষ্ঠান রাজনৈতিক ম্যানপাওয়ার সাপ্লাই প্রতিষ্ঠানে রূপান্তর করেছে। অবিলম্বে তাদের দাবি মেনে নিতে হবে।’

আরও পড়ুন : হাসনাতের আসনের বিএনপি প্রার্থী মঞ্জুরুল ঋণখেলাপিই থাকছেন

তিনি আরও বলেন, ‘সরকার অতিদ্রুত সময়ের মধ্যে অধ্যাদেশ জারি করে সংকট দূর করবে। এ বিষয়ে কোনো তালবাহানা চলবে না।’

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়