ছবি : আপন দেশ
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নরত রিসার্চ গ্রান্টপ্রাপ্ত গবেষকদের গবেষণার অগ্রগতি নিয়ে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিল্টন হলে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিএমইউর ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম।
তিনি বলেন, পিএইচডি প্রোগ্রাম বিএমইউর একটি গুরুত্বপূর্ণ আলোকবর্তিকা। পিএইচডি গবেষকদের গবেষণা বিশ্ববিদ্যালয়ের র্যাংকিং বৃদ্ধিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। এসব গবেষণা থেকে কপিরাইট ও প্যাটেন্টযোগ্য নতুন জ্ঞান সৃষ্টি হতে পারে, যা বিশ্ববিদ্যালয় ও দেশের নিজস্ব সম্পদ হিসেবে বিবেচিত হবে। গবেষণার ফলাফল জাতীয় নীতিনির্ধারণী পর্যায় থেকে শুরু করে আন্তর্জাতিক অঙ্গনেও প্রভাব ফেলতে পারে বলেও তিনি উল্লেখ করেন।
বিএমইউর ভিসি আরও বলেন, বাংলাদেশে রোগীর সংখ্যা অনেক দেশের মোট জনসংখ্যার চেয়েও বেশি। ফলে রোগীদের তথ্যভান্ডার গবেষণার এক বিশাল সম্ভাবনাময় ক্ষেত্র। রোগী ও দেশের প্রয়োজনকে গুরুত্ব দিয়ে গবেষণার বিষয় নির্বাচন করা জরুরি।
আরও পড়ুন<<>>চুল পড়ার সঙ্গে কি হার্টের অসুখের যোগসূত্র আছে?
সভায় প্রো-ভিসি (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার বলেন, গবেষণা কার্যক্রম জোরদারে বর্তমান প্রশাসন নানামুখী উদ্যোগ নিয়েছে। গবেষণার জন্য প্রয়োজনীয় অর্থায়নের ব্যবস্থা করা হয়েছে এবং গবেষকদের সব ধরনের সহায়তা দেয়া হচ্ছে।
কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার বলেন, গবেষণার মাধ্যমে নতুন নতুন বিষয় উদ্ভাবনই প্রত্যাশিত। গবেষণার বিষয় এমন হতে হবে, যা রোগী ও দেশের কল্যাণে বাস্তব ভূমিকা রাখবে।
সভায় জানানো হয়, ইতোমধ্যে কিছু পিএইচডি গবেষকের গবেষণা স্কোপাস ও পাবমেড ইনডেক্সড আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে কিংবা প্রকাশের প্রক্রিয়ায় রয়েছে। আলোচনা সভায় গবেষণার গুণগত মান বজায় রাখার পাশাপাশি গবেষণার সংখ্যা বৃদ্ধির ওপরও গুরুত্ব দেয়া হয়। একই সঙ্গে পূর্বে সম্পাদিত গবেষণার পুনরাবৃত্তি এড়িয়ে নতুন বিষয়ে গবেষণার ওপর জোর দেয়া হয়। নির্দিষ্ট সময় অন্তর পিএইচডি কলোকোয়াম আয়োজনের বিষয়েও আলোচনা হয়।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন প্রো-ভিাসি (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, গবেষণা গাইড ও সংশ্লিষ্ট কর্মকর্তারা। সভা সঞ্চালনা করেন বিএমইউর অতিরিক্ত রেজিস্ট্রার ডা. সাইফ উদ্দিন নিসার আহমেদ।
আপন দেশ/জেডআই




































