ছবি : সংগৃহীত
টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে লিটন দাস, তাসকিন আহমেদদের সমর্থনে আইসিসিকে চিঠি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
বুধবার (২১ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে ক্রিকেটবিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো।
সম্প্রতি জিও সুপার জানিয়েছিল, বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের দাবিতে আইসিসি কোনো সমাধান করতে না পারলে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণের বিষয়টি নিয়ে ভেবে দেখবে পাকিস্তান সরকার। এই ইস্যুতে ইসলামাবাদের আনুষ্ঠানিক সম্মতির অপেক্ষা ছিল। এবার আইসিসিকে চিঠি দিয়ে আনুষ্ঠানিকভাবেই টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশের পাশে দাঁড়াল পাকিস্তান।
নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতে দল পাঠাতে চায় না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রতিবেশী দেশটির পরিবর্তে শ্রীলঙ্কায় নিজেদের ম্যাচগুলো খেলতে চেয়ে আইসিসিকে দুই দফা চিঠিও দিয়েছে বিসিবি। ভারতে খেলতে না যাওয়ার ব্যাপারে অনড় সংস্থাটি।
আরও পড়ুন : বৃষ্টিতে ভেসে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ
ক্রিকইনফো জানিয়েছে, আইসিসিকে দেওয়া চিঠিতে বিসিবির অবস্থানের সমর্থন করেছে পিসিবি।
প্রতিবেদনে আরও বলা হয়, সেই চিঠি আইসিসির সদস্য দেশগুলোকেও পাঠিয়েছে পাকিস্তান ক্রিকেটের শীর্ষ সংস্থা।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































