ছবি: আপন দেশ
বৃষ্টির কারণে শেষ পর্যন্ত পরিত্যক্ত হয়েছে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ম্যাচ। দীর্ঘ সময় অপেক্ষার পর আম্পায়াররা ম্যাচটি বাতিল ঘোষণা করেন।
মঙ্গলবার (২০ জানুয়ারি) জিম্বাবুয়ের বুলাওয়ায়োতে ‘বি’ গ্রুপের এ ম্যাচটি শুরুই হয় নির্ধারিত সময়ের প্রায় এক ঘণ্টা পরে। সকাল থেকেই দফায় দফায় বৃষ্টির কারণে টস হতে দেরি হয়। পরে বৃষ্টি থামলে ম্যাচ ৫০ ওভার থেকে কমিয়ে ৪৭ ওভারে নামানো হয়।
টস জিতে বাংলাদেশ নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠায়। ম্যাচ শুরুর পর কিছুটা আশার আলো দেখায় বাংলাদেশের বোলাররা। চতুর্থ বলেই আল ফাহাদের বলে ছক্কা মারেন কিউই ওপেনার হুগো বোগ। তবে পরের ওভারেই ইকবাল হোসেন তাকে আউট করে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন।
এরপর আর কোনো উইকেট নিতে পারেনি বাংলাদেশ। ওপেনার আরিয়ান মান ৩টি চার মেরে ৩৬ বলে ২০ রান করে অপরাজিত থাকেন। তিন নম্বরে নামা অধিনায়ক টম জোন্স করেন ১৮ বলে ১৬ রান, যেখানে ছিল একটি ছক্কা। ১০ ওভার শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় ১ উইকেটে ৫১ রান।
আরও পড়ুন <<>> ফাইলানে উঠতে রাজশাহীর পুঁজি ১৩৪
দশম ওভার শেষে আবার বৃষ্টি নামে। এরপর প্রায় চার ঘণ্টা মাঠ শুকানোর অপেক্ষা করা হলেও খেলা আর শুরু করা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়।
এর আগে ভারতের বিপক্ষে হেরে টুর্নামেন্ট শুরু করেছিল বাংলাদেশ। দুই ম্যাচে ১ পয়েন্ট নিয়ে আজিজুল হাকিমের দল রয়েছে গ্রুপের তিন নম্বরে। নিউজিল্যান্ডের পয়েন্ট ২, তারা আছে দ্বিতীয় স্থানে। চার পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে ভারত।
গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচ আগামী শুক্রবার। প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































