মোস্তাফিজুর রহমান
একের পর এক হুমকি আসছিল বলিউড বাদশা শাহরুখ খানের ওপর। চাপ বাড়ছিল মোস্তাফিজুর রহমানকে বাদ দেয়ার জন্য। অবশেষে উগ্র হিন্দু মৌলবাদীদের চাপের মুখে বাংলাদেশের তারকা পেসারকে বাদ দিতে কলকাতা নাইট রাইডার্সকে (কেকেআর) নির্দেশ দিয়েছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। ভারতীয় বার্তা সংস্থা এএনআইকে বিষটি নিশ্চিত করেছেন ভারতীয় বোর্ডের সচিব দেবাজিৎ সাইকিয়া। খবর এনডিটিভির।
তিনি বলেন, ক্রমবর্ধমান জনমত ও রাজনৈতিক চাপের মুখে বোর্ডকে এ কঠোর পদক্ষেপ নিতে হয়েছে। আগে পরিস্থিতি পর্যবেক্ষণের নীতি থাকলেও বর্তমান কূটনৈতিক টানাপোড়েন এবং বাংলাদেশে চলমান অস্থিরতার কারণে সিদ্ধান্তটি নিতে বাধ্য হয়েছে বিসিসিআই।
গত ডিসেম্বরের নিলামে ৯ কোটি ২০ লাখ টাকায় মোস্তাফিজকে দলে নেয় কেকেআর। এর ফলে আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি বাংলাদেশি খেলোয়াড়ে পরিণত হন তিনি। তাকে ঘিরে তখন থেকেই বিতর্ক চলছিল।
সংবাদ সংস্থা এএনআইকে সাইকিয়া বলেন, সার্বিক পরিস্থিতি বিবেচনায় বিসিসিআই কেকেআরকে নির্দেশ দিয়েছে যেন তারা তাদের স্কোয়াড থেকে বাংলাদেশের মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দেয়। কেকেআর যদি তার পরিবর্তে অন্য কোনো খেলোয়াড় নিতে চায়, বোর্ড সেই অনুমতি দেবে।
এ সিদ্ধান্ত কেকেআরের জন্য কৌশলগত ও আর্থিক—উভয় দিক থেকেই বড় ধাক্কা। ৯ কোটি ২০ লাখ টাকা খরচ করে তাকে মূলত ডেথ ওভারের বিশেষজ্ঞ হিসেবে নেয়া হয়েছিল। ইডেন গার্ডেন্সের ধীরগতির পিচে তার কাটার ও বাঁহাতি বোলিং বৈচিত্রতা দলটির জন্য গুরুত্বপূর্ণ ছিল। মৌসুমের এত কাছাকাছি সময়ে তাকে হারানোয় দলটির বোলিং বিভাগে বড় শূন্যতা তৈরি হলো।
এর আগে, আইপিএলে মোস্তাফিজুর রহমানকে দলে নেয়ায় বলিউড তারকা ও কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) মালিক শাহরুখ খানের তীব্র সমালোচনা করেছিলেন ভারতের উত্তর প্রদেশের বিজেপি নেতা সংগীত সোম। বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতনের অভিযোগ তুলে তিনি শাহরুখকে 'গাদ্দার' বা 'দেশদ্রোহী' বলে আখ্যা দেন।
আরও পড়ুন<<>>সিলেটে বিসিবির আঞ্চলিক অফিস হচ্ছে
উত্তর প্রদেশ বিধানসভার সাবেক সদস্য সংগীত সোম মীরাটে এক জনসভায় বলেন, একদিকে বাংলাদেশে হিন্দুরা নির্যাতিত হচ্ছে, অন্যদিকে আইপিএলে বাংলাদেশি ক্রিকেটার কেনা হচ্ছে। শাহরুখ খান ৯ কোটি ২০ লাখ টাকা দিয়ে বাংলাদেশি ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে কিনেছেন। এ ধরনের গাদ্দারদের এ দেশে থাকার কোনো অধিকার নেই।
শাহরুখের সমালোচনা করে এ বিজেপি নেতা আরও বলেছিলেন, এ দেশের মানুষই আপনাকে এ অবস্থানে পৌঁছাতে সাহায্য করেছে। আপনি এ দেশ থেকেই টাকা উপার্জন করছেন, অথচ দেশের সঙ্গেই বিশ্বাসঘাতকতা করছেন।
সংগীত সোম হুমকি দিয়ে বলেছিলেন, আগামী মার্চে আইপিএল শুরু হলে মোস্তাফিজের মতো ক্রিকেটাররা ভারতের বিমানবন্দরে নামতে পারবেন না।
একই ইস্যুতে শাহরুখ খানের সমালোচনা করেছিলেন গুরু দেবকীনন্দন ঠাকুরও। তিনি কেকেআর ম্যানেজমেন্টের প্রতি মোস্তাফিজকে দলে না খেলানোর আহবান জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, সনাতন ধর্মাবলম্বীরাই শাহরুখকে তারকা বানিয়েছেন। অথচ বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতনের বিষয়টি বিবেচনা না করেই তিনি বাংলাদেশি ক্রিকেটারকে দলে নিয়েছেন।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































