Apan Desh | আপন দেশ

জানা গেল আইপিএল শুরুর সময় 

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ২১:৫৭, ১৬ ডিসেম্বর ২০২৫

জানা গেল আইপিএল শুরুর সময় 

সংগৃহীত ছবি

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির এতিহাদ অ্যারেনায় অনুষ্ঠিত হচ্ছে আইপিএল মিনি-নিলাম। এবারের নিলামে মোট ৩৬৯ জন ক্রিকেটারকে তোলা হয়েছে। প্রতিটি দল সর্বোচ্চ ২৫ জনের স্কোয়াড পূরণ করতে পারবে। সে হিসাবে নিলাম থেকে সর্বোচ্চ ৭৭ জন ক্রিকেটার দল পেতে পারেন।

নিলাম শেষ হওয়ার পর দলগুলোর প্রস্তুতির জন্য প্রায় তিন মাস সময় থাকবে। কারণ, ২০২৬ সালের আইপিএল শুরু হতে পারে আগামী ২৬ মার্চ। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হওয়ার সম্ভাব্য তারিখ ৩১ মে। ভারতীয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

চলমান নিলামে ইতোমধ্যেই দল পেয়েছেন বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান। শুরুতে তার প্রতি আগ্রহ দেখায় দিল্লি ক্যাপিটালস। ২ কোটি রুপি ভিত্তিমূল্যের এ বাঁহাতি পেসারের জন্য পরে লড়াইয়ে নামে চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্স। শেষ পর্যন্ত ৯ কোটি ২০ লাখ রুপিতে মুস্তাফিজকে দলে ভেড়ায় কলকাতা নাইট রাইডার্স।

আইপিএলে এবারই প্রথমবার কলকাতার জার্সিতে খেলতে দেখা যাবে মুস্তাফিজকে। তবে এটি হবে তার ষষ্ঠ আইপিএল দল। এর আগে তিনি সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস, চেন্নাই সুপার কিংস ও দিল্লি ক্যাপিটালসে খেলেছেন।

অন্যদিকে, বাংলাদেশি আরেক পেসার তাসকিন আহমেদের প্রতি কোনো ফ্র্যাঞ্চাইজি আগ্রহ দেখায়নি। ৭৫ লাখ রুপি ভিত্তিমূল্যের তাসকিন প্রথম ডাকেই অবিক্রিত থাকেন।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়