Apan Desh | আপন দেশ

আইরিশদের ১১৭ রানে বেঁধে ফেলল বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৪৩, ২ ডিসেম্বর ২০২৫

আপডেট: ১৬:১৪, ২ ডিসেম্বর ২০২৫

আইরিশদের ১১৭ রানে বেঁধে ফেলল বাংলাদেশ

সংগৃহীত ছবি

চট্টগ্রামে টি-টোয়েন্টি সিরিজের ম্যাচ চলছিল। এ ম্যাচে টস জিতেছিল আয়ারল্যান্ড। তারা প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। কিন্তু তাদের সিদ্ধান্ত কাজে আসেনি। বাংলাদেশের দুর্দান্ত বোলিংয়ে তারা বড় স্কোর করতে পারেনি।

পাওয়ার প্লেতে রীতিমতো ঝড় তুলেছিল আয়ারল্যান্ড। তবে পাওয়ার প্লের পরপরই পথ হারায় তারা। বিশেষ করে রিশাদ হোসেন দুর্দান্ত বোলিং করেছেন। এ লেগি দ্রুত উইকেট তুলে চাপে ফেলে আইরিশদের। এরপর আর তারা ম্যাচে ফিরতে পারেনি। শেষ পর্যন্ত ১১৭ রানে থেমেছে আয়ারল্যান্ড।

চট্টগ্রামে টস জিতে আগে ব্যাট করতে নেমে ১৯ ওভার ৫ বলে সবকটি উইকেট হারিয়ে ১১৭ রান করে আয়ারল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ৩৮ রান করে পল স্টার্লিং।

 

বোলিংয়ে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। আয়ারল্যান্ডকে প্রথম ওভারে ১৩ রান দেন মেহেদী হাসান। চতুর্থ ওভারের শেষ বলে শরিফুল ইসলামের শিকার হওয়ার আগে টিম টেক্টর (১৭) দুই চার ও এক ছয়ে ১৪ রান তোলেন।

পঞ্চম ওভারের শেষ বলে হ্যারি টেক্টর সিঙ্গেল নিলে আয়ারল্যান্ড পঞ্চাশে পৌঁছায়। ওই ওভারে ১২ রান তোলে সফরকারীরা। বল হাতে নিয়ে মুস্তাফিজুর রহমান দ্বিতীয় ডেলিভারিতে উইকেট পান।

পাওয়ার প্লের শেষ ওভারে হ্যারি (৫) অদ্ভুত দৃশ্যের অবতারণা করে আউট হন। হ্যারি সামনের পায়ে রক্ষণাত্মক ভঙ্গিতে ব্যাট চালান। বল ব্যাটে লেগে তা স্টাম্পের দিকে ছোটে। আইরিশ ব্যাটার বিপদ টের পেয়ে তাড়াতাড়ি পা দিয়ে বলটা সরাতে গিয়েও পারেননি। বল স্টাম্পে আঘাত করে। মুস্তাফিজ ওই ওভারে মাত্র এক রান দেন। তাতে পাওয়ার প্লে শেষে আয়ারল্যান্ড করেছে ২ উইকেটে ৫১ রান।

ভালো শুরুর পরও মিডল অর্ডার ব্যর্থতায় বড় সংগ্রহ পায়নি আয়ারল্যান্ড। পল স্টার্লিং এক প্রান্তে দাঁড়িয়ে থাকলেও আরেক প্রান্তে ছিল ব্যাটারদের আসা-যাওয়ার মিছিল। 

লরকান টাকার-কুর্তিস ক্যাম্পাররা কেউই দুই অঙ্ক ছুঁতে পারেননি। শেষদিকে জজ ডকরেল ও গ্যারেথ ডেলানি কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। তবে দুজনই থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি। ডেলানি করেছেন ১০ রান, আর ডকরেলের ব্যাট থেকে এসেছে ১৯ রান।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়