ফাইল ছবি
জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচ হিসেবে অভিষেকেই সফল মোহাম্মদ আশরাফুল। তার অধীনে আয়ারল্যান্ডকে টেস্টে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। টপ অর্ডার থেকে মিডল অর্ডারের ব্যাটারই এ সিরিজে নিজেদের প্রমাণ করেছেন।
তবে আয়ারল্যান্ড তুলনামুলক সহজ প্রতিপক্ষ হওয়ার কারণে এখনই আশরাফুলকে কৃতিত্ব দিতে নারাজ সবাই। অনুশীলন সেশনসহ ম্যাচের মাঝেও আশরাফুলের দেয়া পরামর্শগুলো নজর এড়ায়নি কারো।
আরও পড়ুন<<>>প্রথমবার বিপিএলে নোয়াখালী এক্সপ্রেস
টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে মঙ্গলবার (২৫ নভেম্বর) বিমানবন্দরে টিম ডিরেক্টর আব্দুর রাজ্জাক বলেন, আশরাফুল খুব অভিজ্ঞ খেলোয়াড়। যেহেতু মাত্র একটা সিরিজ কাজ করেছে... এখানে অল্প সময়ের মধ্যে বলাও মুশকিল। আসলে এগুলো ইনক্লুশন সময়... বেশ সময় পরে বোঝা যায় যে আসলে কী ইমপ্যাক্ট পড়ছে। হুট করে একটা মানুষকে নিয়ে যেকোনো একটা মন্তব্য করে দেয়া একটু মুশকিল।
তিনি আরো বলেন, টেকনিকের থেকে ট্যাকটিসের ব্যাপার আসলে তো অবশ্যই আশরাফুল খাটাচ্ছে। ও বলছে, কথা বলছে। আমি দেখছি সবসময় ও থাকে ব্যাটারদের কাছাকাছি, থাকে প্র্যাকটিসে, এমনকি খেলা চলাকালেও কথা বলছে। তো আমার কাছে মনে হয় যে এটার ইতিবাচক প্রভাব পড়বে ইনশাআল্লাহ।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































