ছবি : আপন দেশ
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেটের দ্বাদশ আসর নিয়ে ধোয়াশা কাটছেই না। তিন দফা পিছিয়ে আসরে প্লেয়ার্স-ড্রাফটের বদলে হবে অকশন। আগামী ৩০ নভেম্বর রাজধানীর এক হোটেলে অনুষ্ঠিত হবে বিপিএলের নিলাম। তবে পাঁচ দল নয়, যুক্ত হচ্ছে আরেকটি দল।
সোমবার (২৪ নভেম্বর) রাতে দেশ ট্রাভেলসের মালিকানায় নোয়াখালী এক্সপ্রেস নামে নতুন দল যুক্ত হয়েছে বিপিএলে। দলটির এক কর্মকর্তা জানিয়েছেন, রাতেই মেইলের মাধ্যমে বিসিবি দল নিশ্চিতের খবর জানিয়েছে। আজ (মঙ্গলবার) বাকি সবকিছু চূড়ান্ত হবে।
আরও পড়ুন<<>>তাইপেকে হারিয়ে শিরোপা ধরে রাখল ভারত
সুতরাং আসন্ন আসরে ৬টি দল নিয়ে ২৬ ডিসেম্বর (সম্ভাব্য) মাঠে গড়াতে যাচ্ছে বিপিএলের ১২তম আসর। ফাইনাল হতে পারে ২৪ জানুয়ারি।
প্রসঙ্গত, বসুন্ধরা গ্রুপের টগি স্পোর্টস মালিকানা পেয়েছে রংপুর রাইডার্সের। চট্টগ্রাম রয়্যালসের মালিকানা দেয়া হয়েছে ট্রায়াঙ্গাল সার্ভিসকে। এ ছাড়া নাবিল গ্রুপ রাজশাহী, ক্রিকেট উইথ সামি সিলেট ও চ্যাম্পিয়ন স্পোর্টস (রিমার্ক-হারল্যান) পেয়েছে ঢাকা ফ্র্যাঞ্চাইজির মালিকানা।
বিপিএলের ছয় দলের নাম চূড়ান্ত
১. রংপুর রাইডার্স
২.ঢাকা ক্যাপিটালস
৩. সিলেট টাইটান্স
৪. রাজশাহী ওয়ারিয়র্স
৫. চিটাগং রয়েলস
৬. নোয়াখালী এক্সপ্রেস
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































