Apan Desh | আপন দেশ

অসম্মান-বাজে আচরণ সহ্য  করবো না: বাংলাদেশ কোচ

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১১:০৯, ২৫ অক্টোবর ২০২৫

অসম্মান-বাজে আচরণ সহ্য  করবো না: বাংলাদেশ কোচ

ছবি: বাফুফে

ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ সিরিজের প্রথমটিতে থাইল্যান্ডের কাছে পাত্তাই পায়নি আফঈদা খন্দকাররা। স্বাগতিক মেয়েদের সঙ্গে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ। তবে লাল সবুজ দলের এ হারের পিছনে কয়েকজন খেলোয়াড়কে দায়ী করার পাশাপাশি মাঠ নিয়ে অভিয়োগ করেছেন কোচ পিটার বাটলার। 

ম্যাচ শেষে ভিডিও বার্তায় তিনি বলেন, আমি জানি না আদৌ এটি টায়ার-১ প্রীতি ম্যাচ ছিল কিনা। কারণ আমরা একটি বিশ্ববিদ্যালয়ের মাঠে এমন পরিবেশে খেলেছি, যেখানে আলোর মাত্রা অতোটা ভালো ছিল না। তবে আমার মতে এই ম্যাচ থেকে অনেক ইতিবাচক কিছু পেয়েছি আমরা।

তিনি বলেন, আজকের ম্যাচে কয়েকজন খেলোয়াড়ের ওপর সন্তুষ্ট হতে পারেননি ইংলিশ কোচ। কয়েকজন ফুটবলার ভুল মানসিকতা নিয়ে মাঠে নেমেছে, এমন অমনোযোগী মনোভাব আমি কিছুতেই সহ্য করবো না। কেউ যদি আমার দলে খেলতে চায়, দেশের প্রতিনিধিত্ব করতে চায়, তাহলে এমন মানসিকতা নিয়ে আসতে পারবে না যা জাতীয় দলের সঙ্গে মানানসই নয়। হার-জিতের চেয়েও সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এটি শেখার প্রক্রিয়া এবং সম্মানের বিষয়।

আরও পড়ুন<<>>আফঈদাদের থাইল্যান্ড ‘পরীক্ষা’ আজ

ম্যাচে নতুনদেরও সুযোগ দিয়েছেন বাংলাদেশ কোচ। তার ভাষায়, আমরা প্রচুর তরুণ খেলোয়াড়কে সুযোগ দিয়েছি— শিখা, নবিরণ, জয়নব, সাগরিকা, মুনকি, রিপা ও হালিমা। ম্যাচটি আসলে জাতীয় দলের ম্যাচের মতো লাগেনি। বরং উন্নয়নমূলক বা প্রস্তুতি ম্যাচের মতো লাগছিল। ভবিষ্যতে এমন ম্যাচ আয়োজনের ক্ষেত্রে আমাদের আরও সতর্ক থাকতে হবে। তবে আবারও বলছি এ ম্যাচ থেকে আমি অনেক কিছু পেয়েছি। কখনও কখনও হেরে যাওয়া ম্যাচ অনেক কিছু শেখায়।

এরপর বাটলারের হুশিয়ারি, এমন খেলোয়াড়দের খেলাতে পেরে আমি খুশি যারা বড় কোনও নাম নয়, কিন্তু সঠিক মানসিকতা নিয়ে মাঠে নামে। তারা কঠোর পরিশ্রম করতে চায়, উন্নতি করতে চায়। কেউ আমার পরীক্ষা নিতে চাইলে নিক। এমনটা আগেও হয়েছে, আবারও হলে আমি নিজের জায়গায় শক্ত থাকবো। অসম্মান ও বাজে আচরণ সহ্য করবো না।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়